এইদিন ওয়েবডেস্ক,আজমির,০৭ জুলাই : রাজস্থানের কংগ্রেস সরকারের মুসলিম তোষণ নীতির নজির ফের একবার প্রকাশ্যে এলো । নূপুর শর্মার শিরোচ্ছেদকারীকে পুরষ্কার দেওয়ার কথা ঘোষণাকারী জিহাদি খাদিম সালমান চিশতিকে বাঁচানোর চেষ্টায় তাঁকে নেশাগ্রস্থ প্রমানের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজস্থান পুলিশ । সম্প্রতি রাজস্থান পুলিশের একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে ধৃত খাদিমকে নিয়ে যাচ্ছে পুলিশ । পুলিশকে বলতে শোনা যাচ্ছে, ‘আয় আয়’ । ভিডিওতে কেউ বলছেন, ‘আমরা সাথে আছি, চিন্তা করবেন না ।’ ধৃতকে পুলিশ সদস্যরা বলছেন ‘চলো যাই, নিশ্চিন্তে থাকো’। কেউ বলছেন ‘ভিডিও বানানোর সময় কি নেশা করেছিলেন ?’ এছাড়া এক পুলিশ আধিকারিক ধৃতকে পরামর্শ দিচ্ছেন,’বলে দেবেন মাতাল ছিলাম ।’
বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা এই ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন । তিনি এটাকে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের হিন্দু-বিরোধী মুখের প্রমাণ বলে অভিহিত করেছেন। ভিডিওটি শেয়ার করে তিনি বলেছেন, খাদিম সালমান চিশতি বলছেন যে তিনি মাদক গ্রহণ করেন না, কিন্তু তা সত্ত্বেও রাজস্থান পুলিশ তাকে বলছে, ‘বোলে দেবেন মাতাল ছিলাম, যাতে তাকে বাঁচানো যায় ।’
সম্প্রতি দরগার খাদিম সালমান চিশতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । ভিডিওতে তাকে বলতে শোনা গেছে,’আমার জন্মদাত্রী মা ও সন্তানদের নামে আমি শপথ করে বলছি,আমি ওকে(নূপুর শর্মা) প্রকাশ্যে গুলি করতাম । আজ বুক বাজিয়ে আমি ঘোষণা করছি, যে নূপুর শর্মার মুণ্ডচ্ছেদ করতে আনতে পারবে,হু উইল গিভ মি হার হেড,আমি তাকে আমার বাড়ি লিখে দিয়ে পথে বেড়িয়ে যাব। এটা সালমানের প্রতিশ্রুতি ।’ নিজেকে খাজার প্রকৃত সৈনিক’ দাবি করে রীতিমতো কাঁদতে কাঁদতে দরগাহের ওই খাদিম উস্কানি দিয়ে বলেন,’এদিকে তোমাদের নবির উপর একজন প্রশ্নচিহ্ন তুলে দিল, তোমরা ডুবে মরো ।’
পরে আজমিরের পুলিশ সুপার বিকাশ সাংওয়ান(Vikas Sangwan) দাবি করেন, ‘ভিডিওটি তৈরি করার সময় মনে হচ্ছে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন ।’ এরপর পুলিশের এই ভিডিওটি ভাইরাল হওয়ায় রাজস্থান সরকার ও পুলিশের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে । কারন ১৩ টির বেশি মামলায় অভিযুক্ত ওই খাদিম । তার মধ্যে রয়েছে খুন ও খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ । এই কুখ্যাত দুষ্কৃতীর প্রতি রাজস্থান পুলিশ কেন সহানুভূতি দেখাচ্ছে তা সকলের বুদ্ধির অগম্য । তবে অনেকের মতে এটা রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বে কংগ্রেস সরকারের মুসলিম তোষণ নীতির প্রতিফলন ।।
ছবি : ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া ।