এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩০ জুন : প্রচারের জন্য গাছে গাছে পেরেক দিয়ে পোস্টার লাগানো হয়েছিল । ফলে ক্ষতি হচ্ছিল গাছগুলির । এমনকি অল্প দিনেই শুকিয়ে যাচ্ছিল অনেক গাছ । এই দেখে এলাকার গাছগুলিকে পেরেকমুক্ত করার উদ্যোগ নিল মালদা জেলার ‘বিবেক বাহিনী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ বুধবার মালদা জেলার ইংলিশ বাজারের গৌড় রোড এলাকার গাছগুলিকে পেরেক মুক্ত করার উদ্যোগ নেয় সংস্থার কার্যকর্তারা । উপস্থিত ছিলেন চিকিৎসক শুভাশীষ রায়, বিবেক বাহিনীর উপদেষ্টা মন্ডলীর সদস্য গৌতম যাদব,সহ সভাপতি সুজয় পালসহ অন্যান্য সদস্যরা ।
গাছের স্বাস্থ্য ঠিক রাখতে দীর্ঘদিন ধরে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে ‘বিবেক বাহিনী’ । মালদা জেলার ইংলিশবাজার,গাজোল, সামসি প্রভৃতি এলাকা ঘুরে ঘুরে গাছ পেরেকমুক্ত করার উদ্যোগ নিচ্ছে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা । সংস্থার সহ সভাপতি সুজয় পাল বলেন, ‘শহর বাজার এলাকায় ফুটপাথের উপর যে সমস্ত গাছগুলি আছে তার প্রত্যেকটিতেই প্রচারের জন্য পোস্টার লাগানো হয়েছে । বড় বড় পেরেক পুঁতে লাগানো হয়েছে ওই সমস্ত পোস্টারগুলি । তার ফলে গাছের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে । অনেক ক্ষেত্রে অল্প দিনেই গাছের মৃত্যু পর্যন্ত হচ্ছে । এছাড়া জগৎ বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বলেছেন গাছেরও প্রাণ আছে । গাছেরও ব্যাথা অনুভব হয় । তাই গাছগুলিকে পেরেক মুক্ত করার পাশাপাশি এনিয়ে আমরা এলাকায় সচেতনতামূলক প্রচারও চালাচ্ছি ।’।