এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৭ আগস্ট : বামপন্থীদের কর্মকান্ডে দেশের জঙ্গিগোষ্ঠীগুলি উজ্জীবিত হওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী তথা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ হাছান মাহমুদ । বুধবার দুপুরে ঢাকার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দেশের বামপন্থী জোটকে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আহ্বান জানান । তিনি বলেন, ‘বামজোটের ভাইয়েরা মুক্তিযুদ্ধের সাথী, তাই আমি তাঁদের সম্মান করি । কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ করবো, তাঁদের কর্মকাণ্ডে যেন বিএনপিসহ স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী অপশক্তি, জঙ্গিগোষ্ঠী লাভবান না হয় । ওরা স্বাধীনতাবিরোধী অপশক্তি, জঙ্গিদের লালন-পালন-তোষণ করে । তাই বামপন্থী ভাইদের কাছে অনুরোধ দেশের নিয়ন্ত্রণ যেন তাদের হাতে চলে না যায় দেখবেন ।’
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিবের জাতিসংঘের তদন্তের দাবি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মাঝে মধ্যে যারা গুম হয়েছে বলে, কিছুদিন পরে তাদের আবার খুঁজে পাওয়া যায় । এতেই প্রমাণিত বিএনপির দাবি ভিত্তিহীন ।’ তিনি বলেন,’আমি মনে করি, ২০১৩ থেকে ১৫ সালে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দেশে সন্ত্রাস করেছে, আগুন জ্বালিয়েছে,মানুষকে পুড়িয়ে মেরেছে, ঘুমন্ত ট্রাক চালককে পুড়িয়ে, মুসল্লিকে বোমা মেরে হত্যা করেছে, তাদের এবং যারা মদদ দিয়েছে,টাকা দিয়ে সাহায্য করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে সেই বিএনপিনেতাদের দ্রুত বিচার হওয়া প্রয়োজন ।’
পেট্রোপণ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা বনধের প্রসঙ্গে ডঃ হাছান বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বিশ্বব্যাপী জুড়ে এই সমস্যা দেখা দিয়েছে । আমাদের দেশে মূল্যস্ফীতি বর্তমানে ৭.৫% এর ওপরে । যা এখনো অনেক দেশের চেয়ে কম ।’।