এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ জানুয়ারী : সোমবার সকালে মালদার কালিয়াচকে ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম শুকদেবপুরে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি বাধা দেয় । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনায় ছড়ায় । এদিকে ঘটনার কথা চাওড় হতেই শুকদেবপুর গ্রামের প্রচুর সংখ্যক হিন্দু বিএসএফের পাশে এসে দাঁড়ায় । তাদের কারোর হাতে ছিল লাঠি, কারোর হাতে ছিল হাসুয়া । গ্রামবাসীরা ‘জয় শ্রীরাম’, ‘বন্দেমাতরম’ ও ‘ভারত মাতা কি জয়’ প্রভৃতি স্লোগান দিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীকে খোলাখুলি চ্যালেঞ্জ জানায় । সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওটি এক্স-এ শেয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন,’এটি পশ্চিমবঙ্গের জনজাগরণ এবং জাতীয়তাবাদের প্রভাব।’ পাশাপাশি তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, “হাউ ইস দ্য জোশ” ও “হাই স্যর” । শুভেন্দু অধিকারী লিখেছেন,’হাউ ইস দ্য জোশ’ ।
‘হাই স্যর’ । এরপর তিনি লিখেছেন,’মালদা জেলার কালিয়াচক-৩ ব্লকের বৈষ্ণবনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের সুকদেবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বাখরাবাদ গ্রাম পোস্টে বর্ডার ফেন্সিং প্রক্রিয়া চলাকালীন হস্তক্ষেপ করার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে । বিএসএফ কর্মীদের সাথে এলাকার স্থানীয় ভারতীয় নাগরিকরা তাদের ভয় দেখিয়েছে এবং তাদের উপলব্ধি করিয়েছে যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো উপদ্রব সহ্য করা হবে না। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম এবং জয় শ্রী রাম ধ্বনি ধ্বনিত হচ্ছিল যখন বিজিবি সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। এটি পশ্চিমবঙ্গের জনজাগরণ এবং জাতীয়তাবাদের প্রভাব। জয় হিন্দ ।’
উল্লেখ্য,সোমবার বিকেলে শুকদেবপুর এলাকায় পূর্ত সড়ক বিভাগ ও বিএসএফের তৎপরতায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছিল । সেই সময় বিজিবি এসে দাবি করে যে তাদের ভূখণ্ডে এরা দিচ্ছে বিএসএফ । এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায় । উত্তেজনার জেরে সেদিনের মত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ স্থগিত রাখা হয় । আজ মঙ্গলবার সকালে বিএসএফ ও বিজিবির মধ্যে আরও একদফা আলোচনা হয়। বিএসএফের তরফে নথি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় যে ভারতের সীমানাতেই কাঁটাতারের বেড়ে দেওয়া হচ্ছিল । সেটা মেনেও নেয় বিজিবি। এরপর আজ সকাল থেকে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়।।