এইদিন ওয়েবডেস্ক,০১ ডিসেম্বর : ইসলামিক স্টেট (আইএসআইএস) ঘোষণা করেছে যে তাদের সংগঠনের নেতা আবুল হাসান আল-হাশেমি আল-কোরাশি একটি যুদ্ধে নিহত হয়েছেন । বুধবার আইএসআইএস মুখপাত্র আবু ওমর আল-মুহাজের বলেছেন, ইরাকি হাশেমি “ঈশ্বরের শত্রুদের সাথে যুদ্ধে নিহত হয়েছেন” । তবে কবে কোথায় কিভাবে ওই কুখ্যাত সন্ত্রাসবাদী খতম হয়েছে তা জানাননি আইএসআইএস মুখপাত্র । কিন্তু মাস খানেক আগেই মার্কিন প্রশাসন দাবি করেছিল অভিযানে নিকেশ হয়েছে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি । এবার সেই দাবিতেই সিলমোহর দিল ওই সন্ত্রাসবাদী সংগঠনটি ।
২০১৯ সালে মার্কিন অভিযানে খতম হয়েছিল কুখ্যাত সন্ত্রাসবাদী আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি। তারপর সংগঠনের হাল ধরে আবু ইব্রাহিম । তারই ঘনিষ্ঠ ছিল আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি । চলতি বছর মার্চে আমেরিকার বাহিনী দাবি করেছিল তাদের সেনা অভিযানে খতম হয়েছে কুরেশি । কিন্তু তখন মার্কিন দাবি অস্বীকার করেছিল আইএসআইএস ।
এক সময়ে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছিল ইসলামিক স্টেট (আইএসআইএস) । ভারতেও এই সন্ত্রাসবাদী সংগঠনটি মাথা চাড়া দিচ্ছে । ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীটি । গত জুলাই মাসে কাশ্মীরে গ্রেফতার হয়েছে উপত্যকায় আইএস খোরাসানের প্রতিষ্ঠাতা উমর নাসির ওরফে কাসিম খোরাসনি ।ভারতে কাশ্মীর ছাড়া দক্ষিণের কিছু রাজ্য এবং পশ্চিমবঙ্গ ও অসমে আইএস ভাবধারার কিছু মডিউলের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল গত মঙ্গলবার রাজধানীতে একটি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন,’আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং আইএসআইএস অনুপ্রাণিত সন্ত্রাস মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ।’ ভারত ও ইন্দোনেশিয়াতে আন্তঃধর্মীয় শান্তি ও সামাজিক সম্প্রীতির সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে তিনি ভাষণ দিচ্ছিলেন দোভাল । তিনি বলেন,’আপনারা সবাই জানেন যে, আমাদের উভয় দেশই সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদের শিকার । যদিও আমরা চ্যালেঞ্জগুলিকে যথেষ্ট পরিমাণে কাটিয়ে উঠতে পেরেছি ।’ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে সহনশীলতা, সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রচাররের জন্য ভারতীয় পণ্ডিত এবং ইন্দোনেশিয়ান উলামাদের একত্রিত সহযোগিতা করাই হল আজকের আলোচনার লক্ষ্য হল । এটি সহিংস চরমপন্থা, সন্ত্রাসবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করবে ।’।