এইদিন স্পোর্টস নিউজ,৩১ ডিসেম্বর : ভারতীয় মহিলা দল পঞ্চম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১৫ রানে হারিয়ে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শ্রীলঙ্কাকে ২০ ওভারে ১৬০ রানে অলআউট করে। ৪৩ বলে ৬৮ রান করা হরমনপ্রীত কৌরকে ম্যাচের সেরা খেলোয়াড় এবং পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত পারফর্ম করা শেফালি ভার্মাকে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। শ্রীলঙ্কার হয়ে হাসিনি ৪২ বলে ৬৫ রান এবং ইমেশা দুলানি ৩৯ বলে ৫০ রান করেন। মহিলাদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড দীপ্তি শর্মার। দীপ্তি ১৫২ উইকেট নিয়েছেন।
মঙ্গলবার তিরুবনন্তপুরমে স্মৃতি মন্ধানা ও জেমাইমা রড্রিগেজের অনুপস্থিতিতে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি । ৪১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হরমনপ্রীতেরা । শেফালি বর্মা (৫) ও অভিষিক্ত জি কমলিনি (১২) দ্রুত আউট হন। ব্যর্থ হন রিচা ঘোষ ও দীপ্তি শর্মাও। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছে, তখন দলের হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৪৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি পাল্টা আক্রমণ শুরু করেন। শেষ দিকে অরুন্ধতী রেড্ডির মাত্র ১১ বলে বিধ্বংসী ২৭ রানের ক্যামিও ভারতকে ২০ ওভারে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়।
১৭৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। শুরুতেই লঙ্কান অধিনায়ক আতাপাত্তুকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অরুন্ধতী । তারপর যদিও হাসিনি পেরেরা (৬৫) লড়াই চালিয়ে যান । কিন্তু ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি শ্রীলঙ্কা । এই ম্যাচেই ইতিহাস গড়লেন দীপ্তি শর্মা। নীলাক্ষি ডি’সিলভাকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ১৫২তম উইকেটটি নেন তিনি। টপকে যান অস্ট্রেলিয়ার মেগান শুটকে। বর্তমানে এই ফরম্যাটে তিনিই সর্বোচ্চ উইকেটের মালিক। ৩৩৪টি উইকেট দখলে তার ।দীপ্তির সামনে এখন কেবল ঝুলন গোস্বামী । শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ১৫ রানে হারিয়ে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত ।
