এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০১ আগস্ট : ভারতীয় হকিদল পদক জেতার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেল । রবিবার বিকেলে কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে কার্যত ধরাশায়ী করে দিল মনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় দল । খেলার প্রথমার্ধেই ব্রিটেনকে দুটো গোল দিয়ে দেন হার্দিক- দিলপ্রীত-গুরজন্তরা । দুটি গোলের মধ্যে একটি ছিল প্রথম কোয়ার্টারে । দ্বিতীয় গোলটি ছিল দ্বিতীয় কোয়ার্টারে ৷ থার্ড কোয়ার্টারের একদম শেষে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ব্রিটেন । এরপর খেলার ৫৭ মিনিটের মাথায় সোল রানে বিপক্ষের ডিফেন্সে ঢুকে এক অনবদ্য গোল করেন হার্দিক সিং । ভারতের পক্ষে প্রথম গোলদুটি করেন দিলপ্রীত সিং, গুরজন্ত সিং । এদিকে ভারতের গোলরক্ষক শ্রীজেশ ব্রিটেনের বেশ কয়েকটি জোরালো শর্ট আটকে দেন ।
টোকিও অলিম্পিকে ভারতের প্রথম খেলাটি ছিল নিউজিল্যান্ডের সঙ্গে । ওই ম্যাচে ভারত ৩-২ গোলে জেতে । পরের খেলাটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হয় । তাতে ১-৭ গোলে লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছিল ভারতকে । কিন্তু ঠিক তার পরের ম্যাচেগুলিতে দূরন্ত পারফরম্যান্স করে ভারতীয় দল । স্পেনকে ৩-০ গোলে হারায় ভারত ৷ পরের দুটি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ ও জাপান ৫-৩ গোলে পরাজিত হয় । এরপর এদিনের জয়ের সাথে সাথেই ভারত ৫ ম্যাচের মধ্যে ৪ টি তে জিতে গ্রুপ-এর দ্বিতীয় স্থানে রয়েছে । এখন সেমিফাইনালে ভারতের সামনে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়াম । অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালের খেলাটি হবে অস্ট্রেলিয়া ও জার্মানির মধ্যে ।।