এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২০ সেপ্টেম্বর : শনিবার (১৭ সেপ্টেম্বর) ইউনাইটেড কিংডমের (ইউকে) পূর্ব লিসেস্টারশায়ার (Leicestershire) এলাকায় মুখোশধারী কট্টরপন্থীরা একটি হিন্দু মন্দির ভাংচুর,মন্দিরের দরজার বাইরে একটি গেরুয়া পতাকায় আগুন ধরিয়ে দিয়েছিল । পাশাপাশি হামলা চালিয়ে আহত করেছিল বেশ কয়েকজন হিন্দুকে । বাড়িতেও ভাঙচুর চালানো হয় । এই হামলার তীব্র নিন্দা করেছে লন্ডনে ভারতীয় হাইকমিশন । সেই সঙ্গে হিংসার সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে । একটি বিবৃতি জারি করে ভারতীয় হাইকমিশন জানিয়েছে ‘আমরা যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরেছি এবং এই হামলায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। আমরা কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের রক্ষা করার জন্য আহ্বান জানাই ।’
প্রসঙ্গত,গত ২৮ আগস্ট ভারত-পাকিস্তান এশিয়া কাপ ক্রিকেট ম্যাচে ভারতের জয়ের পর থেকেই লিসেস্টারে হিন্দু ও মুসলিমের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে । সেই দিন লিসেস্টারের ভারতীয় সম্প্রদায় পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে জয় উদযাপন করেছিল । এরপর গত ৪ সেপ্টেম্বর ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচে পাকিস্থান জিতলে লিসেস্টারের পাকিস্থানি মুসলিমরা কার্যত তান্ডব শুরু করে বলে অভিযোগ । আর তার জেরে কট্টরপন্থী মুসলমরা গত শনিবার পূর্ব লিসেস্টারশায়ারে মুসলিম অধ্যুষিত এলাকার একটি হিন্দু মন্দিরে হামলা চালায়, অগ্নিসংযোগ করে, আশপাশের হিন্দু বাড়িতে ভাঙচুর এবং বেশ কয়েকজন হিন্দুকে ব্যাপক মারধর করে ।
এদিকে লেস্টার শহরে হিন্দুদের ওপর ইসলামি মৌলবাদীদের হামলায় এ পর্যন্ত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার (১৯ সেপ্টেম্বর ২০২২) টুইট করে জানিয়েছে লেস্টার পুলিশ । পুলিশ জানায়,বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ২০ বছর বয়সী আমোস নরোনহা নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে । তাকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ।
লিসেস্টারশায়ার পুলিশের অস্থায়ী প্রধান কনস্টেবল রব নিক্সন একটি ভিডিও বার্তায় বলেছেন,আমরা লেস্টারের রাস্তায় বিশৃঙ্খলতার অনেক রিপোর্ট পেয়েছি । ঘটনাস্থলে অফিসাররা গিয়েছিলেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে । ভিড় ছত্রভঙ্গ করার ক্ষমতা, তল্লাশি বন্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে । অনুগ্রহ করে হিংসায় জড়িত হবেন না । আমরা শান্ত থাকার আহ্বান জানাচ্ছি ।’।