এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২২ জুলাই : শনিবার ভারত-বাংলাদেশের মধ্যে মহিলা ওয়ানডে ম্যাচ ফলাফল শূণ্য ভাবে শেষ হল । টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ২২৫ রান করে বাংলাদেশ । ভারতীয় দল ৪১ ওভারে চার উইকেট হারিয়ে ১৯১ রান করেছিল, কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের হতাশাজনক ব্যাটিংয়ের কারণে, পুরো দল ৪৯.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায় ।
বাংলাদেশের হয়ে মহিলাদের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন ফারগানা হক । তিনি ১৬০ বলে ৭ টি চারের সাহায্যে ১০৭ রান করেন । ভারতের হয়ে মান্ধনা ও হারলিন অর্ধশতক করেছেন, অন্য ছয় ব্যাটসম্যান ডাবল ফিগার স্পর্শ করতে পারেননি । এই টাইয়ের ফলে ভারত-বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের মহিলাদের ওয়ানডে সিরিজও ১-১ সমতায় শেষ হয়েছে। এর আগে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত ।
এই ফলাফলে আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর । তিনি বলেন,’আমি মনে করি অনেক কিছু শেখার ছিল এই ম্যাচ থেকে। ক্রিকেট ছাড়াও, যে মানের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা খুবই বিস্মিত। কিন্তু…আমরা সামনে যখন বাংলাদেশে আসবো নিশ্চিত করে আসতে হবে এ ধরণের আম্পায়ারিংয়ের মুখোমুখি হতে হবে । ঠিক সেভাবেই আমাদেরকে খেলতে হবে ।’ বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে হারমানপ্রিত বলেন, ‘তারা ভালো ব্যাটিং করেছে যেটা বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি অনুযায়ী দারুণ ব্যাটিং করেছে। প্রচুর সিঙ্গেল রান নিয়েছে যেগুলো খুব ক্রশাল ছিল। মাঝে আমরা কিছু রান দিয়ে দিয়েছি। যদিও পরবর্তীতে আমরা নিয়ন্ত্রণ নিতে পেরেছিলাম। যেটা আগে বললাম, প্যাথেটিক আম্পায়ারিং। আমরা আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে খুবেই হতাশ।’।