এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ ফেব্রুয়ারী : লোকসভা নির্বাচনের আগে আয়কর দপ্তর দলের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস । এই বিষয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে কংগ্রেসের মুখপাত্র অজয় মাকান বলেন, শুধু হিসাব নয়, দেশের গণতন্ত্রও স্থবির হয়ে পড়েছে। অজয় মাকান বলেছেন যে তাদের দল এই বিষয়ে আইনি ব্যবস্থা নিয়েছে এবং বিষয়টি বর্তমানে আয়কর আপিল ট্রাইব্যুনালে রয়েছে ।
মাকন বলেন, দলের আইনজীবী বিবেক টাঙ্কা দলের মোট চারটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে গতকাল জানালে আমরা এই বিষয়ে জানতে পারি । ব্যাঙ্ক গুলিকে কংগ্রেসের চেকগুলি ক্যাস না করতে বলা হয়েছে এবং যা কিছু তহবিল বকেয়া আছে তা আইটি বিভাগে জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ।
অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অজয় মাকান বলেন, ‘আমাদের দলের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার কারণ হাস্যকর। গতকাল সন্ধ্যায় যুব কংগ্রেসের অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। আয়কর দফতর কংগ্রেস এবং যুব কংগ্রেস থেকে অর্থ সংগ্রহ করেছে৷ তহবিল পুনরুদ্ধারের জন্য ২১০ কোটি টাকা চাওয়া হয়েছে ।’ তিনি বলেন,’এই টাকা কোন বড় ব্যবসায়ীর নয়, আমরা সংগ্রহ করেছি অনলাইন অনুদান থেকে। দেশের মানুষ ইউপিআই-এর মাধ্যমে আমাদের টাকা দিয়েছে। সেই টাকা আয়কর দ্বারা বাজেয়াপ্ত করা হল । কংগ্রেস আরও বলেছে যে যেহেতু দলের অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, তাই বিদ্যুৎ বিল দেওয়ার এবং বেতন দেওয়ার মতো টাকা হাতে নেই তাদের ।।