এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৭ জুলাই : গোলাঘাটে (Golaghat) তিন খুনের ঘটনাটি ‘লাভ জিহাদের ফল’ বলে দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা(Himanta Biswa Sarma) । গত সোমবার প্রেমিক নজিবুর রহমান বোরার (Najibur Rahman Bora,25) হাতে খুন হন সংঘমিত্রা ঘোষ (Sanghamitra Ghosh) নামে এক মহিলা, তার বাবা সঞ্জীব ঘোষ (Sanjeev Ghosh) এবং মা জুনু ঘোষ (Junu Ghosh) । ওই তিনজনকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে খুন করে নজিবুর । মুখ্যমন্ত্রী জানান, নজিবুর রহমান নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে ফেসবুকে সংঘমিত্রা ঘোষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল ।
তিনি জানান, নজিবুর রহমান ও সংঘমিত্রা ঘোষ কলকাতায় পালিয়ে যায় । সেখানে ওই নারীকে মাদক সেবন করতে শেখায় নজিবুর । তিনি জানান, নজিবুর রহমান বোরা মাদকাসক্ত এবং নিষিদ্ধ মাদক দ্রব্য পাচার করত । সে ওই মহিলাকে মাদক ইনজেকশন দেয় ,যার প্রভাবে ওই মহিলা বেহুঁশ হয়ে গেলে ধর্ষণ করা হয় এবং তার জেরে সে গর্ভবতী হয়ে যায় । মুখ্যমন্ত্রী আরও জানান,ওই মহিলার উপর শারিরীক নির্যাতনও করা হয়েছিল । পরে মহিলা তার বাবার বাড়িতে ফিরে আসেন । মুখ্যমন্ত্রী বলেছেন যে এটি একটি “ওপেন-এন্ড-শাট কেস” (open-and-shut case) এবং আশ্বাস দিয়েছেন যে অভিযুক্তদের বিচার ত্বরান্বিত করার জন্য ১৫ দিনের মধ্যে একটি চার্জশিট দাখিল করা হবে ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,খুনি নজিবুর রহমান পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ।২০২০ সালের জুনে নজিবুরের সাথে সংঘমিত্রার বন্ধুত্ব গড়ে ওঠে । ক্রমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । ওই বছর নজিবুরের সঙ্গে কলকাতায় পালিয়ে যায় সংঘমিত্রা । যদিও এই সম্পর্ক মেনে নেয়নি সংঘমিত্রার আত্মীয়রা । সত্ত্বেও ওই তরুনী নজিবুর রহমানকে রেজিস্টি ম্যারেজ করেন । পরে কলকাতা থেকে ফিরে বাবা-মায়ের কাছে থাকতে শুরু করে সংঘমিত্রা । এরপর ২০২২ সালের জানুয়ারিতে সে ফের নজিবুরের সাথে পালিয়ে যায় ।
চেন্নাইতে ৫ মাস কাটিয়ে তারা গোলাঘাটে ফিরে আসে । আগস্টে যখন দুজনেই ফিরে আসেন, তখন সঙ্ঘমিত্রা অন্তঃসত্ত্বা । নভেম্বরে নজিবুর রহমানের ঘরে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন । ওই বছর
মার্চ মাসে দুজনের মধ্যে আবার ঝগড়া হয় এবং সংঘমিত্রা তার ছেলের সাথে তার বাবা-মায়ের কাছে চলে আসে । নজিবুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে একটি এফআইআরও দায়ের করা করেন ওই মহিলা । তার জেরে জেলে যেতে হয় নজিবুরকে । অবশেষে ২৮ দিন পর সে জামিনে মুক্তি পায় এবং স্ত্রী এবং শ্বশুর-শাশুড়িকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করে নয় মাসের ছেলেকে নিয়ে গোলাঘাট থানায় আত্মসমর্পণ করে । আজ বৃহস্পতিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফের বলেছেন,’গোলাঘাটের ঘটনা প্রমান করেছে যে ‘লাভ জিহাদ’ বাস্তব সত্য এবং এটি সম্পর্কে আমাদের সতর্ক হওয়া উচিত ।’।