দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১১ আগস্ট : বছর তেরোর এক কিশোরের আত্মঘাতী হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । মৃত কিশোরের নাম বিষ্ণু বাগদি ওরফে আকাশ । ভাতার থানার মোহনপুর গ্রামে তার বাড়ি । কিশোরের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, পাড়ার মুদিখানা দোকানে তেল, মশলা কিনতে গিয়েছিল আকাশ । সেই সময় সে দোকান থেকে ১০০ টাকা চুরি করে বলে দাবি করেছিল দোকান মালিক । টাকা ফেরতের জন্য বাড়িতে তাগাদাও পাঠানো হয় । সেই অপমানেই আকাশ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ কিশোরের পরিবার পরিজন ও প্রতিবেশীদের ।
জানা গেছে,বৃহস্পতিবার বাড়ির একটা ঘর থেকে আকাশের ঝুলন্ত দেহ উদ্ধার হলে মিলন কুণ্ডু নামে ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষিপ্ত গ্রামবাসীরা । দোকানের সামনে কিশোরের মৃতদেহ ফেলে রেখে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ । পরে ভাতার থানার পুলিশবাহিনী গিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে মৃতদেহ উদ্ধার করে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয় । যদিও এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ।
জানা গেছে,মোহনপুরের বাসিন্দা পেশায় জনমজুর বাবু বাগদি ও তার স্ত্রী রূপা বাগদি দুই ছেলে বিষ্ণু ও ছোট্টু । বিষ্ণু বড় । সে মোহনপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র ছিল । বাবু বাগদি জানিয়েছেন, বুধবার মিলন কুণ্ডুর দোকানে বিষ্ণুকে তেল মশলা কিনতে পাঠানো হয়েছিল । আর তখনই নাকি বিষ্ণু দোকান থেকে ১০০ টাকা চুরি করে এনেছিল বলে দাবি করেছেন ওই দোকানমালিক । তিনি বলেন, ‘এদিন বৃহস্পতিবার আমরা তখন মাঠে কাজে ব্যস্ত ছিলাম । বাড়িতে ছিল আমার দুই ছেলে ও মা । সেই সময় মিলন কুণ্ডুর দোকানের কর্মচারী টাকা ফেরতের জন্য বাড়িতে তাগাদা করতে আসে । তখন টাকা চুরির কথা শুনে বিষ্ণুকে শাসন করেন আমার মা । তারপর বিষ্ণু আমাকে জলখাবার দিয়ে আসে । কিন্তু বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পরেই প্রতিবেশীরা খবর দেয় আমার ছেলে বাড়ির একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে ।’ তাঁর অভিযোগ, দোকান মালিকের অপবাদের কারনেই অপমানে আত্মঘাতী হয়েছে তাঁর ছেলে । তিনি দোকান মালিকের শাস্তির দাবি জানিয়েছেন । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।।