দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ জুন : কেতুগ্রামের কোজলসা গ্রামের গৃহবধু রেণু খাতুনের হাত কেটে নেওয়ার ঘটনায় ধৃত স্বামী সরিফুল শেখ ওরফে শের মহম্মদ শেখ,চাঁদ মহম্মদ শেখ ওরফে হিল্লাল, আসরফ আলি শেখ এবং হাবিবুর রহমান ওরফে হাবিবকে ফের নিজেদের হেফাজতে নিল পুলিশ । বুধবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তুলে ৭ দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
প্রসঙ্গত,রেণু খাতুন নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত। একাধিক বেসরকারি সংস্থায় কাজ করার পর তিনি সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরে নার্সপদে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন । কয়েক দিনের মধ্যেই চাকরিতে যোগ দেওয়ার কথা । কিন্তু স্বামী সরিফুল শেখের সন্দেহ ছিল সরকারি চাকরিরে যোগ দিলেই হাত ছাড়া হয়ে যাবে বউ । তাই স্ত্রীর চাকরিতে যোগ দেওয়া আটকাতে মাসতুতো ভাই মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রামের বাসিন্দা চাঁদ মহম্মদ শেখের পরামর্শে তার ডান হাত কেটে নেওয়ার পরিকল্পনা করে সরিফুল । দুই বন্ধু আসরফ আলি শেখ এবং হাবিবুর রহমানকে নিয়ে অপারেশনের ব্লু প্রিন্ট তৈরি করে চাঁদ মহম্মদ । শেষে বাবা-মা, মাসতুতো ভাই ও মাসতুতো ভাইয়ের দুই বন্ধুর সহযোগিতায় রেণু খাতুনের ডান হাতের কব্জি একটি কাটারি দিয়ে কুপিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয় সরিফুল ।
সরিফুল,সরিফুলের বাবা-মা,চাঁদ মহম্মদ ও চাঁদ মহম্মদের দুই বন্ধুকে গ্রেফতারের পাশাপাশি একটি টাটা সুমো সিজ করেছে পুলিশ । সিজ করা হয়েছে রক্তমাখা পোশাক ও বিছানার চাদর এবং হাত কাটার কাজে ব্যবহৃত কাটারিটিও । তবে ঘটনার দিন ব্যবহৃত নিজেদের মোবাইল ফোনগুলি লুকিয়ে রেখেছে ধৃতরা । পুলিশ মোবাইলগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে । পাশাপাশি পুলিশ ঘটনার পুনঃনির্মাণ করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর ।।