এইদিন ওয়েবডেস্ক,তেহরান,১৯ সেপ্টেম্বর : হিজাব না পরায় এবং চুল না ঢেকে রাখার কারনে বাইশ বছরের তরুনী মাহসা আমিনিকে গ্রেফতার করে পিটিয়ে মেরে ফেলে ইরানের পুলিশ । এদিকে এই ঘটনার প্রতিবাদে গোটা ইরান জুড়ে প্রতিবাদে সরব হয়েছে সেদেশের মহিলারা । টুইটারে চলছে হ্যাশট্যাগ জাস্টিস মাহসা আমিনি ট্রেন্ড ৷ পাশাপাশি রাস্তায় নেমে হিজাব খুলে ফেলে,চুল কেটে এবং হিজাব পুড়িয়ে প্রতিবাদ দেখাচ্ছেন ইরানী মহিলারা । এদিকে মহিলাদের বিদ্রোহে লাগাম টানতে গুলিও চালাচ্ছে ইরানি পুলিশ । তা সত্ত্বেও ইরানি মহিলাদের হিজাবের বিরুদ্ধে বিদ্রোহ দমানো যাচ্ছে না ।
ইরানি সাংবাদিক মাসিহ আলিনেজাদ(Iranian journalist Masih Alinejad) তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মহিলাদের চুল কাটার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘পুলিশের হাতে মাহসা আমিনিকে হত্যার প্রতিবাদে ইরানি নারীরা চুল কেটে এবং হিজাব পুড়িয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তিনি বলেন,’সাত বছর বয়স থেকে চুল না ঢেকে রাখলে আমরা স্কুলে যেতে পারব না, চাকরিও করতে পারব না। আমরা এই লিঙ্গ বর্ণবৈষম্যের শাসনে বিরক্ত ।’ শুধু তাইই নয়, ইরানি সাংবাদিক তেহরান বিশ্ববিদ্যালয়ের কিছু ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যায় বিপুল সংখ্যক মেয়ে শিক্ষার্থী বিক্ষোভে সামিল হয়েছেন ।
অন্যদিকে ইরানের সাগেজ শহরে প্রতিবাদী মহিলাদের উপর পুলিশ গুলিও চালিয়েছে বলে জানা গেছে । তবে হতাহতের খবর পাওয়া যায়নি । অ্যালিনজাদ তার টুইটারে আরেকটি ভিডিও শেয়ার করে বলেছেন,’সাহসী নারীরা এখন রাস্তায় নেমে এসেছে । ভয় নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ ।’ তিনি আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনী গুলিতে কয়েকজন আহত হয়েছে । ত সত্ত্বেও এই প্রতিবাদ থামবে না ।’।