নিজস্ব প্রতিনিধি,কালনা,১৯ জানুয়ারী : স্কুল চত্বরে থাকা মনিষীদের আবক্ষ মূর্তি ভাঙ্গার ঘটনায় চান্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায়।ইসলামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে থাকা ছয়টি মূর্তি ভাঙ্গার ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সব মহলে।স্কুলের পক্ষ থেকে জানা যায় যে,পুলিশ ও প্রশাসনকে জানানোর পর কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো সেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় ও স্কুলসূত্রে জানা যায় যে,করোনা পরিস্থিতির কারণে স্কুলের স্বাভাবিক পঠণপাঠনের কাজ বন্ধ রয়েছে। আর এর মধ্যেই স্কুল চত্বরের ভিতরে থাকা ছয়টি মনীষীর মূর্তিতে ভাঙচুর চালায় দুষ্কৃতিরা।আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দায় মুখর হয়েছেন অভিভাবক থেকে স্থানীয় মানুষজন।স্কুলসূত্রে জানা যায় যে,নেতাজী সুভাষচন্দ্র বসু,রবীন্দ্রনাথ ঠাকুর,স্বামী বিবেকানন্দ,সর্বপল্লী রাধাকৃষ্ণাণ,বিদ্যাসাগর,কাজী নজরুল ইসলামের মতো ছয়জন মনীষীর সিমেন্টের তৈরী মূর্তি বসানো হয় পন্চাশ হাজার টাকা খরচ করে।করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণেই স্কুল বন্ধ হয়ে যাওয়ায় উদ্বোধন অনুষ্ঠান স্বাভাবিক পরিস্থিতিতে করার সিদ্ধান্ত নেন বলে স্কুল কতৃপক্ষ জানান।আর তার মধ্যেই ওই স্কুলে থাকা প্রতিটি মনীষীর চশমা থেকে নাকের একাংশ করে ভেঙে দেয় দুষ্কৃতিরা।
সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই মঙ্গলবার স্কুলের পক্ষ থেকে বিষয়টি পুলিশ-প্রশাসনের কাছে জোরালো তদন্তের দাবি জানানো হয়।এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শ্রীকান্ত ঘোষাল বলেন,‘এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে খুঁজে বের করার জন্য বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানানো হয়।’ যদিও এই ঘটনার পরেই সরব হয়েছেন এলাকার বিজেপি নেতৃত্ব।এই বিষয়ে বিজেপি নেতা সুশান্ত পাণ্ডে বলেন,‘যে বা যারা এই ঘটনা ঘটালো তাদের শাস্তির দাবি নিয়ে আমরা মহকুমাশাসকের দ্বারস্থ হব।প্রয়োজনে আমরা সিবিআই তদন্তেরও দাবি জানাবো।’।