এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০৮ নভেম্বর : গাজা উপত্যকায় হামাসের একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) । সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অস্ত্র, গোয়েন্দা সরঞ্জাম । এছাড়া উত্তর গাজা উপত্যকার একটি স্কুলের ভিতরে লুকানো রকেট লঞ্চার এবং অসংখ্য অস্ত্র খুঁজে পেয়েছে আইডিএফ । নাহাল ব্রিগেডের সহযোগিতায় ইসরায়েলি যুদ্ধবিমান ১০ জন হামাস সন্ত্রাসীর আস্তানায় বোমাবর্ষণ করেছে । গাজা শহরের শেজায়া এলাকায় আল-কুদ্দুস হাসপাতালের কাছে একটি ভবনে কয়েকজন হামাস সন্ত্রাসী লুকিয়ে আছে বলে জানা গেছে। সৈন্যরা খুব সতর্কতার সাথে অগ্রসর হচ্ছে সন্ত্রাসীদের খতম করার জন্য । পাশাপাশি আইডিএফ সৈন্যরা একটি মসজিদের ভিতরে লুকিয়ে থাকা একটি সন্ত্রাসী সেলকে চিহ্নিত করেছে । ইতিমধ্যে আইডিএফ সৈন্যরা বেশ কয়েকজন সন্ত্রাসীকে খতম করেছে । তার মধ্যে রয়েছে হামাসের দেইর আল-বালাহ ব্যাটালিয়নের কমান্ডার আসেবা ।
অন্যদিকে আমেরিকান-ইসরায়েলি বর্ডার পুলিশের একজন আধিকারিককে ছুরিকাঘাতে খুন করেছে সন্ত্রাসীরা । পুলিশের একজন আধিকারিক স্পক্স ডিন এলসডুন( Spox Dean Elsdunne) বলেছেন, ‘আমরা আমাদের বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য সারা বছর কাজ করি…তিনি ইসরায়েলের রাজধানীতে মানুষকে রক্ষা করার চেষ্টা করছিলেন…তিনি ইসরায়েলের প্রতি ভালোবাসার কারণে এখানে এসেছিলেন ।’
আইডিএফের মুখপাত্র ৭ অক্টোবরের একমাস পূর্তিতে বজনসাধারণের উদ্দেশ্যে ভাষণে বলেন,
‘হামাস মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে… সেই ভয়াবহ গণহত্যা ও নৃশংসতার কাহিনী আমরা বিশ্বকে স্মরণ করিয়ে দেব । হামাস দায়ী,হামাস আইএসআইএসের চেয়েও খারাপ… সবচেয়ে বেশি যন্ত্রণার সাথে, আইডিএফ তার সমস্ত শক্তি দিয়ে যুদ্ধে নেমেছে । যুদ্ধ হামাস সন্ত্রাসীদের দ্বারা শুরু হয়েছিল এবং আমাদের বর্তমান লক্ষ্য এটি জয় করা।’
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে অতর্কিতে হামলা চালায় ইরান সমর্থিত ফিলিস্থিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস । সেই সন্ত্রাসী হামলায় ১,৪০০ ইসরায়েলির মৃত্যু হয় । আহত হয় অন্তত ৫,৫০০ জন । হামাসের হাতে এখনো বন্দি ২৪০ জন । স্থল অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ৩৫ জন আইডিএফ সৈন্য শহীদ হয়েছেন ।।