এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১০ মার্চ : গাজায় স্থল যুদ্ধ করতে গিয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) প্রচুর সেনাকর্মীর হতাহতের ঘটনা ঘটেছে । কারন গাজা জুড়ে রয়েছে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সুড়ঙ্গের জাল । আর সন্ত্রাসীরা সুড়ঙ্গ থেকে বের হয়ে অতর্কিতে হামলা চালিয়ে ফের ঢুকে পড়ছে সুড়ঙ্গে । যেকারণে আইডিএফ-এর হতাহতের সংখ্যা ক্রমাগত ঊর্ধ্বেমুখি । এবার সেনাকর্মীদের হতাহত হওয়ার প্রবণতা বন্ধ করতে রোবট বাহিনীকে কাজে লাগাচ্ছে ইসরায়েল,যা আগের কোনো যুদ্ধে দেখা যায়নি ।
সামরিক কর্মী এবং কুকুরকে বিপন্ন না করে এবার থেকে গাজার সুড়ঙ্গে মধ্যে “রোবোডগ” এবং “মোরগ” পাঠানো হচ্ছে সন্ত্রাসীদের শিকার করতে । যদিও বিষয়টি নিয়ে আইডিএফ এখনো পর্যন্ত মুখ খোলেনি । তবে অসমর্থিত সূত্রের খবর, ইসরায়েল এই রোবটগুলো কিনেছে ঘোস্ট রোবটিক্স নামে একটি আমেরিকান কোম্পানির কাছ থেকে । রোবটগুলি চলতে চলতে কোনো ভাবে উলটে পড়ে গেলে নিজে নিজেই দাঁড়াতে পারে এবং নির্ভুল লক্ষ্যে গুলি চালাতে ও বিস্ফোরণ ঘটাতে পারে এবং অপারেশন সম্পূর্ণ করে ফের ফিরে নিরাপদে আসতে পারে রোবটটি । ঘোস্ট রোবোটিক্স এবং সোর্ড ইন্টারন্যাশনাল মিলে এমনই একটি রাইফেল-টোটিং “রোবট কুকুর” তৈরি করেছে। এই স্পেশাল পারপাস আনম্যানড রাইফেল সিস্টেমটিতে(এসপিইউআর) রয়েছে ৬.৫ মিমি ক্রিডমুর রাইফেল । এসপিইউআর-কে দূরবর্তী লক্ষ্যবস্তুতে গুলি চালানোর নির্দেশ দেওয়া যায় এবং অপারেশন সম্পন্ন হলে বন্দুকটিকে নিরাপদে সরিয়ে আনা যায় । সোর্ড ডিফেন্স সিস্টেম স্পেশাল পারপাশ আননেমড রাইফেল (SPUR) বিশেষভাবে মনুষ্যবিহীন প্ল্যাটফর্ম যেমন ঘোস্ট রোবোটিকস ভিশন-৬০ কোয়াড্রাপড থেকে নির্ভুল লক্ষ্যে বিস্ফোরণ ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে । ৬.৫ এমএম ক্রিডমুর রাইফেল ১,২০০ মিটার পর্যন্ত নির্ভুল লক্ষ্যে গুলি চালাতে সক্ষম, এসপিইউআর একইভাবে কোনো লক্ষ্যে বিস্ফোরণ ঘটাতে ৭.৬২×৫১ ন্যাটো কার্টিজ ব্যবহার করতে পারে । এর অত্যন্ত সক্ষম সেন্সরগুলির কারণে এসপিইউআর দিন এবং রাত উভয় অবস্থায়ই কাজ করতে পারে । প্রতিটি রোবোটিক কুকুরের দাম পড়ছে ১,৬৫,০০০ মার্কিন ডলার করে ।।