এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ মার্চ : আইসিসি ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্ট-২০২৩ এর আয়োজক দেশ হল ভারত । আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট । ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর । ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । বিশ্বকাপের জন্য মোট ১২ টি ভেন্যু নির্ধারণ করেছে বিসিসিআই । আহমেদাবাদ ছাড়াও এটি বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাইতে অনুষ্ঠিত হবে বিভিন্ন গ্রুপের খেলাগুলি । অনুশীলন ম্যাচের জন্য আরও ২-৩ টি অতিরিক্ত ভেন্যু নির্ধারণ করতে পারে বিসিসিআই ।
বিশ্বকাপের সময়সূচী সাধারণত এক বছর আগে ঘোষণা করা হয় । তবে এবার পাকিস্তান এবং ভারত সরকারের সঙ্গে কর ছাড়ের বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসার জন্য অপেক্ষা করছে আইসিসি । আইসিসি এবং বিসিসিআইয়ের মধ্যে চুক্তি অনুসারে, ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত তিনটি টুর্নামেন্টের জন্য কর ছাড়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । অন্যদিকে পাকিস্তান ২০১৩ সাল থেকে কোনো টুর্নামেন্টে ভারতে খেলতে আসেনি । তবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্ট-২০২৩ এর জন্য ভারত সরকার পাকিস্তানি দলের ভিসা অনুমোদন করবে বলে স্পষ্ট করেছে বিসিসিআই ।।