শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),১৮ আগস্ট : দীর্ঘদিন ধরেই রাজ্য পুলিশকে নিশানা করে আসছে বিজেপি । বিভিন্ন ইস্যুতে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিজেপির নেতারা রাজ্য পুলিশকে সাধারণত ‘তৃণমূলের দলদাস’ বলে অবিহিত করে । এবারে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর এমন একটা ঘটনা প্রকাশ্যে এসেছে যাতে পুলিশের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুলতে পারে গেরুয়া শিবির ।
আসলে পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় ব্লক কার্যালয়ে । বৃহস্পতিবারের সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্বস্থলী থানার আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায় । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে সন্দীপবাবু মোমবাতি জ্বেলে বিধায়কের জন্মদিন ‘উইশ’ করছেন । শুধু তাইই নয়, নিজের হাতে যত্ন সহকারে বিধায়ককে কেকও খাইয়ে দিতে দেখা যাচ্ছে তাঁকে । এদিকে একজন পুলিশ আধিকারিকের এহেন ভূমিকায় প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা । রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে ।
এই বিষয়ে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন,’বিধায়কের বাড়িতে গিয়ে জন্মদিন পালন করলে তবুও মানা যেত,কিন্তু দলীয় কার্যালয়ে গিয়ে জন্মদিন পালন করে উনি(আইসি) অনুচিত কাজ করেছেন । এটা দৃষ্টিকটু ।’ এদিকে ঘটনা প্রসঙ্গে আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায় টিভি ৯ বাংলাকে জানান,বিধায়ক তাঁকে ফোন করে ডেকে পাঠিয়েছিলেন । কিন্তু তিনি জানতেন না যে বিধায়কের জন্মদিন পালন হচ্ছে ।তিনি নিজেকে ‘নিরপেক্ষ’ বলেও দাবি করেন । যদিও আইসিকে ডেকে পাঠানোর কথা অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় । তাঁর কথায়, ‘আইসি ভালোবেসে এসেছিলেন,আমি তাঁকে ডেকে পাঠাইনি ।’।