এইদিন ওয়েবডেস্ক,বোলপুর,০৯ জুন : ফোনে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নোংরা কথাবার্তা ও মা ও স্ত্রীকে ধর্ষণের হুমকির অডিও ক্লিপ প্রকাশ্যে আনায় শাস্তির মুখে পড়তে হয়েছে বোলপুর থানার আইসিকে । তার দুটো ফোন বাজেয়াপ্ত করা হলেও অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি ৷ এমনকি আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হচ্ছে । অন্যদিকে অনুব্রতকে একবার জেরা করে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করছেন, ‘শেখ-আলী বা মোল্লা’ না হওয়ার কারনেই শাস্তির মুখে পড়তে হয়েছে বোলপুর থানার আইসিকে। পাশাপাশি তিনি চাইছেন এই ঘটনার প্রতিবাদের আওয়াজ পুলিশের ভিতর থেকেই উঠুক।
বোলপুরের আইসির মা ও স্ত্রীকে অনুব্রতের ধর্ষণের হুমকির প্রতিবাদে আজ বোলপুরে ‘নারী সম্মান যাত্রা’র আয়োজন করেছিল বিজেপি । বোলপুর সাংগঠনিক জেলার ডাকে বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে এই যাত্রা শুরু হয় । তাতে পা মেলান শুভেন্দু অধিকারী । পরে বোলপুর চৌরাস্তায় সভা করেন তিনি । সেই সভাতে শুভেন্দু অধিকারী বলেন,’বোলপুরের আইসির দুটো ফোন বাজেয়াপ্ত করেছে । ডিপার্টমেন্টাল তদন্ত হচ্ছে । বোলপুরের আইসির নাম শেখ নয়, আলীও নয়, মোল্লাও নয়, তিনি হালদার । ভাই বোলপুরের আইসির শাস্তি হবে । কিন্তু অনুব্রত মণ্ডলের শাস্তি হবে না ।’
তিনি বলেন,’যেদিন ঘটনা ঘটে সেদিন আপনাদের বিরোধী দলনেতা বলেছিল অনুব্রতর কিছু হবে না ৷’ তিনি এও বলেন,’তবে একটা কথা ঠিক যে যার মাথায় মমতার হাত সেই খাবে জেলের ভাত । অনুব্রতও জেলার ভাত খেয়েছে ।’
বোলপুরের আইসির উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন,’বোলপুরের আইসি আপনার গায়ের চামড়া গন্ডারের হতে পারে। কিন্তু আপনারা মা এবং স্ত্রীর সম্মান গোটা বাংলার মা, দিদি, বোন, কন্যার সম্মান । পুলিশের মধ্যে এর প্রতিবাদ চাই ।’ অনুব্রত মণ্ডলকে ‘১৫০ কেজি ওজনের ভারী নেতা’ বলে অবিহিত করে বিরোধী দলনেতা বলেন,’এই রাজ্যে যদি যোগী আদিত্যনাথ এর মত মুখ্যমন্ত্রী থাকতো তাহলে কপাৎ করে ধরত, নিয়ে যেত, ১৪ দিন হেফাজতে রাখতো, শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো ।’ তিনি বলেন,’যেদিন আপনারা পাতা ওল্টাবেন সেদিন অনুব্রতকে পুলিশ মারতে মারতে তুলে নিয়ে যাবে । পাঁচ বছর জেনে রাখবো, রেকর্ড করে রাখুন৷ আমি শুভেন্দু অধিকারী ।’ শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী ১৯ জুন তিনি সিউড়িতে সভা করতে আসবেন।।

