এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,০৯ ফেব্রুয়ারী :অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর থেকেই দেশ জুড়ে তাঁর সমর্থকরা মঙ্গল কামনা করে প্রার্থনা করে যাচ্ছেন । এবার এআইএমআইএম সুপ্রিমোর দীর্ঘায়ু কামনা করে ১০১ টি ছাগলের কুরবানি দিল হায়দ্রাবাদের এক ব্যবসায়ী । হায়দ্রাবাদের বাগ-ই-জাহানারায় আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ আসাদউদ্দিন ওয়াইসি ।
গত ৩ ফেব্রুয়ারি একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওয়েসি মিরাট থেকে দিল্লি যাচ্ছিলেন । তাঁর কনভয় ছজারসি(Chhajarsi) টোল প্লাজার কাছে আসতেই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ । যদিও তিনি নিরাপদেই পালিয়ে যেতে সক্ষম হন । এরপর গত ৫ ফেব্রুয়ারি ভাগপত জেলার ছাপরাউলিতে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় ওয়াইসি নিজেকে এমকে গান্ধীর সাথে তুলনা করে অভিযোগ করেন,’যারা আমাকে আক্রমণ করেছে তারাই গান্ধীকে হত্যা করেছে ।’
এই ঘটনায় শচীন পন্ডিত এবং শুভম নামে দুই ব্যক্তিকে হাপুর পুলিশ গ্রেপ্তার করেছে । সেই সঙ্গে শচীনের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে । হাপুরের পুলিশ সুপার দীপক ভুকার জানিয়েছেন,ধৃতরা জেরায় জানিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসির ‘হিন্দু-বিরোধী’ বক্তব্যে ক্ষুব্ধ হয়েই হয়েই তাঁরা এই কাজ করেছেন ।
এদিকেঘটনার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওয়েসির জন্য জেড-নিরাপত্তা অনুমোদন করেছিল । যা এআইএমআইএম নেতা লোকসভায় বক্তৃতা করার সময় প্রত্যাখ্যান করেছিলেন । রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাউসকে উদ্দেশ্য করে ঘটনা প্রসঙ্গে বলেন,’স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছ থেকে অবিলম্বে একটি রিপোর্ট চেয়েছে । কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির পূর্ববর্তী ইনপুটগুলির ভিত্তিতে কেন্দ্র তাঁকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল । কিন্তু তাঁর অনিচ্ছার কারণে দিল্লি ও তেলেঙ্গানা পুলিশের তাঁকে নিরাপত্তা দিতে পারেনি ।’।