এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৯ আগস্ট : বাপের বাড়ির এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল স্ত্রী । তাই কোনো প্রকার ঝুটঝামেলায় না করে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী । অবশ্য তার আগে স্ত্রীর মাথায় জল ঢেলে ঘষে ঘষে তুলে দিলেন সিঁথির সিঁদুর । বৃহস্পতিবার সন্ধ্যায় এহেন নজিরবিহীন ঘটনার স্বাক্ষী থাকলো বাঁকুড়া জেলার বড়জোড়া থানার শালগাড়া গ্রামের বাসিন্দারা । একদিকে প্রেমিকের হাতে সিঁদুর পড়ে বয়স্কদের প্রনাম করে নতুন স্বামীর ঘরে প্রবেশ করলেন রাখি বাগদি নামে বছর বাইশের ওই তরুনী । সঙ্গে নিলেন বছর তিনেকের কন্যাসন্তানকে । অন্যদিকে স্ত্রী ও সন্তানকে ফেলে কাঁদো কাঁদো মুখে নিজের বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অভিরামপুরে ফিরে এলেন রাখির প্রথম পক্ষের স্বামী বছর পঁচিশের যুবক প্রদীপ বাগদি ।
জানা গেছে,আউশগ্রামের অভিরামপুরের বাসিন্দা পেশায় শ্রমিক প্রদীপ বাগদির সঙ্গে ২০১৭ সালে দেখাশোনা করে বিয়ে হয়েছিল বড়জোড়া থানার শালগাড়া গ্রামের মেয়ে রাখি বাগদির । তাঁদের একটি তিন বছরের কন্যাসন্তান রয়েছে । প্রদীপের কথায়, ‘কাজের সুত্রে আমায় বাইরে থাকতে হয় । আমার বাড়ির লোকজনও ছিল না । সেই সময় আমার মেয়েকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় আমার স্ত্রী । তাই কোনো বাকবিতন্ডায় না গিয়ে আমার স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দিলাম ।’ জানা গেছে,রাখি বাগদির প্রেমিকের নাম সুরেশ বাউরি । শালগাড়া গ্রামেই তাঁর বাড়ি । বৃহস্পতিবার শালগাড়া গ্রামের বাউরিপাড়ার মনসা তলায় গিয়ে স্ত্রীর মাথায় জল ঢেলে হাত দিয়ে ঘষে ঘষে সিঁদুর তুলে দিয়ে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দেন প্রদীপ বাগদি । তারপর তিনি স্ত্রীকে তুলে দেন সুরেশের হাতে । তাঁদের ঘিরে প্রচুর লোকজন জড়ো হয়ে যায় । শেষে নিজের বাড়ি ফিরে আসেন প্রদীপ ।
তবে তার আগে রাখির পরিবারের তরফ থেকে প্রদীপকে সতর্ক করে দেওয়া হয় তিনি যেন কখনো রাখিকে বিরক্ত না করেন । ভুল করেও যেন তিনি রাখির বাড়ির আশেপাশে তাঁকে দেখা না যায় । অবশ্য রাখির পরিবার জানিয়ে দেয় প্রদীপের কন্যাসন্তান এবার থেকে সুরেশের পরিচিতি পাবে । যদিও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এনিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ।।