এইদিন ওয়েবডেস্ক,মৌ(উত্তরপ্রদেশ),২৭ আগস্ট : সাংসারিক খুনিনাটি বিষয় নিয়ে ঝামেলা হলেই জোটে স্ত্রীর বেদম মার । কিল,চড়,ঘুঁষি,লাথি, লাঠিপেটা কিছুই বাদ যায়না । স্ত্রীর এই নির্যাতনের হাত থেকে বাঁচতে প্রায় ১০০ ফুট উঁচু তালগাছের মাথায় আশ্রয় নিয়েছেন স্বামী । বিগত এক মাস ধরে ওই তালগাছই অস্থায়ী ঘর হয়ে উঠেছে ওই ব্যক্তির । কেবল খাবার সময় ও শৌচকর্ম সারতে তাকে গাছের নিচে নামতে দেখা যাচ্ছে । স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের এহেন এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের মউ জেলার কোপাগঞ্জ থানার অন্তর্গত বসরথপুর গ্রামসভা থেকে । তালগাছে আশ্রয় নেওয়া ব্যক্তির নাম রাম প্রবেশ বলে জানা গেছে ।
রাম প্রবেশের বাবা বিষ্ণু রাম এই ঘটনার জন্য নিজের পুত্রবধূকেই দায়ি করেছেন । তাঁর কথায়, ‘প্রায় দিনই ছেলে ও পুত্রবধুর মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া হয় । আর ঝগড়ার মাঝে ছেলেকে ব্যাপক মারধর করে বউমা । মাস খানেক আগে বউমার হাতে মার খাওয়ার পর বাড়ির কাছে ওই তালগাছে গিয়ে আশ্রয় নিয়েছে ছেলে । তখন থেকেই সে তালগাছের মাথায় রয়েছে । কেবল খিদে পেলে বা শৌচকর্ম সারতে নিচে নামছে । আমরা বহু অনুরোধ করেছি রাম প্রবেশকে । কিন্তু ও কারোর কোনো কথাই শুনছে না ।’
জানা গেছে,তালগাছটি প্রকান্ড হওয়ায় আশপাশের বাড়ির গতিবিধি সহজেই নজরে পড়ে যায় । আর এর ফলে বেজায় সমস্যায় পড়েছেন প্রতিবেশী পরিবারের মহিলারা । স্নান ও শৌচকর্মের সময় ওই ব্যক্তি তালগাছের মাথায় বসে তাঁদের উপর নজর রাখছে বলে অভিযোগ । জানা যায়,স্থানীয় লোকজন রাম প্রবেশকে গাছ থেকে নামার জন্য অনুরোধ করতে গেলে সে আগে থেকে সংগ্রহ করে রাখা ইঁটপাটকেল, পাথর তাদের লক্ষ্য করে ছুড়তে শুরু করছে । ফলে ভয়ে কেউ পারতপক্ষে ওই তাল গাছের আশেপাশে যাচ্ছে না । এখন এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে সকলে মিলে স্থানীয় পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন ।
বসরথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক জানান, স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ার পর তালগাছের মাথায় আশ্রয় নিয়েছেন । আশপাশের মহিলারা জানিয়েছেন, রামের প্রবেশের কারণে তাদের গোপনীয়তা থাকছে না । গাছের উপর থেকে সব নজর রাখছেন ওই ব্যক্তি । বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল । তারপর পুলিশ এসে পুরো ঘটনার ভিডিও তৈরি করে নিয়ে গেছে । এখন পুলিশ যা করার করুক ।।