এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৪ সেপ্টেম্বর : জনৈক এক সাংবাদিককে দলীয় কার্যালয়ে ডেকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া শহরে । তন্ময় চৌধুরী নামে এক সাংবাদিক কোনও রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন । এরপর তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানোর পর তুহিন মাণ্ডি নামে এক তৃণমূল নেতা ও রমেশ রায় নামে তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগের প্রতিলিপি এসডিও, এসপি ও মুখ্যমন্ত্রীর সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আক্রান্ত সাংবাদিক । জানা গেছে, অভিযুক্ত তুহিন মাণ্ডি রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির স্বামী । এই ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে গোটা জেলায় । তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে খাতড়া মহকুমা প্রেস ক্লাব ।
জানা গেছে,সাংবাদিক তন্ময় চৌধুরীর একাধিক নিউজ পোর্টালে কাজ করেন । তাঁর অভিযোগ, এদিন সকাল ১০ টা নাগাদ তৃণমূল কর্মী হিসেবে পরিচিত জনৈক অমিতাভ বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে খাতড়া শহরের তৃণমূল কার্যালয়ের সামনে ডেকে আনে। ঐ জায়গায় আসার পর মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির স্বামী তুহিন মাণ্ডির উপস্থিতি ও উস্কানীতে তৃণমূল কর্মী রমেশ রায় তাঁকে ব্যাপক মারধোর ও গালিগালাজ করে । খুনের হুমকিও দেয় । পাশাপাশি তাঁর দু’টি মোবাইল কেড়ে নেয় । তার মধ্যে একটি মোবাইল ভেঙ্গে দেয় বলে তাঁর অভিযোগ ।
আক্রান্ত সাংবাদিক জানান,গুরুতর আহত অবস্থায় অন্যান্য সাংবাদিকদের সহযোগিতায় তিনি খাতড়া মহকুমা হাসপাতালে পৌঁছান । সেখানে চিকিৎসার পর তিনি অভিযুক্ত তুহিন মাণ্ডিসহ অন্যান্যদের নামে খাতড়া থানায় অভিযোগ দায়ের করেন ।
এদিকে সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে খাতড়া মহকুমা প্রেস ক্লাব । সংগঠনের সম্পাদক রাহুল কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঐ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন ।।