শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৫ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে এক মহিলাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার নতুনগ্রামে ৷ খবর পেয়ে পুলিশ মহিলার মৃতিদেহটি উদ্ধার করে নিয়ে যায় । আজ রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশ জানিয়েছে, মৃতার নাম সোনামনি হেমব্রম । স্ত্রীকে হত্যার অভিযোগে মানিক ভুজা(৫০) নামে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত ব্যক্তি তার স্ত্রীর গলার নলি কাস্তে দিয়ে নির্মমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে খুন করেছে বলে অভিযোগ । পুলিশের জেরায় নিজের অপরাধের কথা কবুল করেছে বলে জানা গেছে ।
জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ি ঘাতক মানিক ভুজা । সে মদের নেশায় আসক্ত । জনমজুরির কাজের পাশাপাশি ভিক্ষাবৃত্তিও করত মানিক ৷ মাস খানেক আগে সে মন্তেশ্বর থানার নতুনগ্রামে আসে । নতুনগ্রামের বাসিন্দা জনৈক কৃষক অশোক সাইন বলেন,’গত ভাদ্র মাসে মানিক ভুজা আমার কাছে এসে আশ্রয় চায় । লোকটি আমার কাছে খেতমজুরের কাজ করবে বলেও জানিয়েছিল । দয়াপরবশ হয়ে আমি তাকে বাড়ির পাশে একটা পরিত্যক্ত ঘরে থাকতে দিয়েছিলাম ৷ কিন্তু ওই ব্যক্তি মদের নেশায় আসক্ত এবং চরম মিথ্যাবাদী । আমার কাছে নিয়মিত কাজও করত না । লোকটার কতগুলো বিয়ে কেউ জানেনা৷ তবুও হতদরিদ্র বলে আমি থাকতে দিয়েছিলাম ।’
তিনি জানান,শনিবার রাত প্রায় ৮ টা নাগাদ ওই ব্যক্তি তাকে এসে জানায় যে ৫-৬ জন লোক এসে তার স্ত্রীর গলা কেটে খুন করে পালিয়ে গেছে । একথা শুনে তিনি ঘটনাস্থলে গেলে মানিকের স্ত্রীর গলা কাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন । এরপর মন্তেশ্বর থানায় খবর দেওয়া হয় ।
জানা গেছে, খবর পেয়ে রাত্রি ১০ টা নাগাদ নতুনগ্রাম ছুটে যায় মন্তেশ্বর থানার পুলিশ । পুলিশ মহিলার দেহটি উদ্ধারের পাশাপাশি তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে । পুলিশের জেরায় প্রথমে সে নিজের স্ত্রীকে খুনের কথা অস্বীকার করে । কিন্তু পুলিশ তাকে চেপে ধরলে শেষ পর্যন্ত খুনের কথা কবুল করে স্বামী ।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে,শনিবার প্রচুর মদ্যপান করে ঘরে ফিরেছিল ঘাতক মানিক ভুজা । রাতে কোনো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয় । আর তার জেরেই নিজের স্ত্রীর গলা কাস্তে দিয়ে নৃশংসভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে সে খুন করে । এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । স্থানীয় বাসিন্দারা ঘাতক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।।