এইদিন ওয়েবডেস্ক, মোরাদাবাদ (উত্তরপ্রদেশ) ,২১ ডিসেম্বর : শ্বশুরবাড়ি গাড়ি দিতে অস্বীকার করায় রাস্তাতেই স্ত্রীকে তিন তালাক দিল স্বামী । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে । মোরাদাবাদের গলশহীদ থানা এলাকার কাটার শহীদ হাফিজ মেডিকেল ওয়ালী গলির বাসিন্দা ইকরাম খানের মেয়ে উজমা খানম এনিয়ে তাঁর স্বামীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পুলিশের কাছে অভিযোগে উজমা খানম জানিয়েছেন, ২০২১ সালের ৪ আগস্ট মোগলপুরা থানা মোগলপুরা লাল স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ ফাহিম খানের ছেলে মরহুমের সাথে তার দেখাশোনা করে বিয়ে হয়েছিল । বিয়ের পর তিনি জানতে পারেন তার স্বামী বিবাহিত । সেটা গোপন করে গিয়েছিল মরহুম ও তার পরিবার ।
বধুর অভিযোগ, শ্বশুরবাড়ির দাবিমত সমস্ত যৌতুক দেওয়া হলেও স্বামী ও তার পরিবারের লোকজন অতিরিক্ত যৌতুক দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে শুরু করে । তারা একটি গাড়ি কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল । কিন্তু গাড়ি দিতে অস্বীকৃতি জানালে তার উপর নির্যাতন শুরু করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন । শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিচারিকার মত আচরণ করত । এরপর চলতি বছরের ১৮ এপ্রিল তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন । কিন্তু কন্যা সন্তানের জন্ম হওয়ায় চিকিৎসার খরচ বহন করতে অস্বীকৃতি জানায় তার শ্বশুরবাড়ি । হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি ৮ আগস্ট তিনি শ্বশুর বাড়িতে আসেন । কিন্তু তার ঠিক ৬ দিনের মাথায় তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় । এরপর ২৬ নভেম্বর শিশুকন্যার টিকা ও উন্নত চিকিৎসার অজুহাতে ফের ফিরিতে নিয়ে আসে তার স্বামী । কিন্তু শ্বশুরবাড়ি আসার পর থেকেই ফের তার উপর অত্যাচার শুরু হয় ।
জানা গেছে,শুশুরবাড়িতে নির্যাতনের শিকার হওয়ার পর বধু স্থানীয় থানার দ্বারস্থ হলে মিমাংসার জন্য পুলিশ উভয়পক্ষকে ডেকে পাঠায় । কিন্তু মিমাংসার পরে বোনের সঙ্গে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে স্বামী তার পথ আটকিয়ে তিন তালাক দিয়ে দেয় । এরপর উজমা খানম তাঁর স্বামী, শ্বশুর স্বামী মোহাম্মদ ফাহিম, শাশুড়ি ইমরানা, শ্যালক মোহাম্মদ নাসিম, মোহাম্মদ নাদিম, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ মুকিম, শ্যালক মোহাম্মদ শামীম ও সতীনসহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।।