এইদিন ওয়েবডেস্ক,ব্রাহ্মণবাড়িয়া,১৩ মে : শিশুসন্তানের সামনেই স্ত্রীকে হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করল স্বামী । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় শুক্রবার রাতে । নিহত মহিলার নাম নয়নতারা (৩৫) । পুলিশ ঘাতক স্বামী চাঁন মোস্তফাকে গ্রেফতার করেছে । সরাইল থানার ভারপ্রাপ্ত ওসি আসলাম হোসাইন জানান,মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা রজু করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।
জানা গেছে,চাঁন মোস্তফা সরাইল উপজেলার ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করেন। সেখানে অন্য শ্রমিকদের মতোই ছাউনি ঘরে স্ত্রী নয়নতারা ও একমাত্র ছেলে তাজিনকে (১০) নিয়ে বসবাস করতেন তিনি ।
ঘটনার বিবরণে জানা গেছে,সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয় । পাশেই ঘুমচ্ছিল তাদের শিশু সন্তান তাজিন। বাবা-মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায় তার । তখন তাজিনের সামনেই ঘরে থাকা একটা হাঁসুয়া দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে চাঁন মোস্তফা । পরে শিশু তাজিন ঘর থেকে ছুটে বেরিয়ে এসে অন্য শ্রমিকদের বিষয়টি জানায় । শিশুটির কাছে এই ভয়ঙ্কর ঘটনার কথা শুনে কয়েকজন তাদের ঘরে ছুটে আসে । তখন তারা ঘরের মেঝেতে নয়নতারার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহটি পড়ে থাকতে দেখে । ইঁটভাটার শ্রমিকরা খুনি চাঁন মোস্তফাকে আটকে রেখে থানায় খবর দেয় । খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি খুনি স্বামীকে গ্রেফতার করে ।।