শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৩ জানুয়ারী : পুকুরে বাসন ধুতে গিয়ে রহস্যজনকভাবে গভীর জলে তলিয়ে গেলেন এক গৃহবধু । বেশ কিছুক্ষন পরে বধুর দেহটি জলে ভেসে ওঠে । রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার করন্দা গ্রামে । খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃতার নাম মনি হাঁসদা(৪৫) । সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । শারিরীক অসুস্থতার কারনে মাথা ঘুরে জলের মধ্যে পড়ে যাওয়ার কারনেই এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,পিপলন অঞ্চলের করন্দা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা মনি হাঁসদা নামে ওই মহিলা জনমজুরির কাজ করতেন । রবিবার দুপুর নাগাদ তিনি মাঠের কাজ সেরে বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া সারেন । তারপর বাড়ির অদূরে একটি পুকুরে বাসন ধুতে যান । দীর্ঘক্ষণ পরেও ওই মহিলা বাড়ি ফিরে না আসায় খোঁজ শুরু হয় । কিন্তু তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি । শেষে বিকেল নাগাদ পুকুরের জলে ভেসে ওঠে ওই বধুর মৃতদেহটি । খবর পেয়ে মন্তেশ্বর থানার ওসি দেবাশীষ নাগসহ অনান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে আনেন । এদিন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।