দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ মে : পোলট্রি ফার্মে শিয়াল হানা রুখতে বিদ্যুৎবাহী খোলা তার টাঙিয়ে রেখেছিল ফার্ম মালিক । আর ওই তারের সংস্পর্শে এসে মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হল স্থানীয় এক গৃহবধুকে । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বিজিপুর গ্রামে । নিহত গৃহবধুর নাম তুলসী দাস(৪৩) । ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । ক্ষিপ্ত গ্রামবাসীরা মৃতদেহ ফেলে রেখে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । এদিকে জনরোষের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান পোলট্রি ফার্ম মালিক শৈলেন দাস । যদিও এদিন বিকেল পর্যন্ত এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।
জানা গেছে,বিজিপুর গ্রামের দাসপাড়ায় বাড়ি তুলসী দাসের । তাঁর স্বামী মদন দাস শারিরীক ভাবে অসুস্থ । কাজকর্ম করতে পারেন না । জনমজুরির পাশাপাশি গবাদি পশু প্রতিপালন করে কোনো রকমে দু’জনের সংসার চালাতেন তুলসীদেবী । তাঁদের বাড়ির অদূরেই রয়েছে একই গ্রামের বাসিন্দা শৈলেন দাসের পোলট্রি ফার্মটি ।
জানা গেছে,শৈলেনের পোলট্রি ফার্মে ঢুকে প্রায়ই মুরগি তুলে নিয়ে পালাতো মাঠের শিয়াল । এই কারনে তিনি ফার্মের চারপাশে জিআই তার দিয়ে ঘিরে রেখেছিলেন । রাতে বাড়ি যাওয়ার আগে ওই তারে বিদ্যুৎ সংযোগ করে যেতেন । ফের সকালে এসে বিদ্যুৎ সংযোগ খুলে দিতেন । কিন্তু এদিন সকালে মাঠে ভেড়া চড়াতে যাওয়ার সময় ওই তারে হাত ঠেকে যায় তুলসী দাসের । তখন তারে বিদ্যুৎ প্রবাহ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি । বিদ্যুৎবাহী তার জড়িয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।
এদিকে গৃহবধুকে ফার্মের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা । খবর পেয়ে পুলিশ মৃতদেহ আনতে গেলে বাধা দেয় ক্ষিপ্ত গ্রামবাসী । গ্রামবাসীরা নিহত বধুর স্বামীকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানায় । যদিও তাদের বুঝিয়ে সুঝিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ।।