এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৪ সেপ্টেম্বর : কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে স্বাক্ষরিত হল ঐতিহাসিক কার্বি আংলং (Karbi Anglong) চুক্তি । শনিবার দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় কার্বি শান্তি চুক্তিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও কার্বি সংগঠনের প্রতিনিধিরা স্বাক্ষর করেন । এদিন কার্বি জনজাতির ৫ টি সংগঠনের প্রায় এক হাজার ক্যাডার অমিত শাহের সামনে অস্ত্র ত্যাগ করে মূল স্রোতে ফিরে এসেছেন ।
চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর অমিত শাহ একাধিক ট্যুইট করে এই চুক্তি সম্পর্কে বিস্তারিতভাবে জানান । অমিত শাহ লেখেন, ‘ঐতিহাসিক কার্বি আংলং চুক্তি স্বাক্ষরিত হল । মোদি সরকার কয়েক দশক পুরনো সংকট সমাধান ও আসামের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ।’ সেই সঙ্গে তিনি লেখেন, ‘1000 এরও বেশি সশস্ত্র ক্যাডার সহিংসতাকে পরিত্যাগ করে সমাজের মূলধারায় যোগ দিয়েছে । যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর নেতৃত্বের উপর তাঁদের আস্থা প্রতিফলন হয় ।’
অমিত শাহ ট্যুইট বার্তায় বলেছেন, ‘ কার্বি আংলং উন্নয়ন বাবদ বিজেপি সরকার ১০০০ কোটি টাকা খরচ করবে । এটা মোদি সরকারের নীতি যে, আমরা যে চুক্তি করি তার সমস্ত শর্ত নির্দিষ্ট সময়ে পূরণ করি ।
উল্লেখ্য,আসামের একটি প্রধান জাতিগোষ্ঠীর মধ্যে অন্যতম কার্বি । যারা একাধিক গোষ্ঠী দ্বারা বেষ্টিত ।আসামের দুটি উপজাতি গোষ্ঠী বোডো এবং কার্বি আসাম থেকে আলাদা হতে চেয়েছিল । ২০০৯ সালে বোডো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ও এটি আসামের আঞ্চলিক অখণ্ডতা প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের একটি নতুন পথ খুলে দিয়েছিল । অবশেষে এদিন বহু প্রতীক্ষিত কার্বি চুক্তি স্বাক্ষরিত হল । এই চুক্তির ফলে শুধু কার্বি আংলং এলাকায় শান্তিই ফিরবে না,ভারতীয় সংবিধানের তফসিল ৬ -এর অধীনে কার্বি উপজাতির মানুষ সংরক্ষণের অধিকারীও হবে বলে জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ।।
ছবি : গৃহমন্ত্রী অমিত শাহের ট্যুইটার থেকে সংগৃহীত