এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৯ এপ্রিল : বাংলাদেশেও হিন্দুদের রাজনৈতিক দল “বিজেপি” র পথচলা শুরু হল । স্বাধীনতার ৫৪ বছর পর অবশেষে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী তথা ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু, পাহাড়ি এবং আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য একটি রাজনৈতিক দল “বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি”(বিএমজেপি) নির্বাচন কমিশনে নিবন্ধিত হলো বা রেজিষ্ট্রেশন পেলো।
আজ বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,বাংলাদেশ সুপ্রিম কোর্ট -এর মাননীয় হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নম্বর- ১০৪৫৩/২০২৪ এর সূত্রে বিগত ১১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে The Representation of the People Order, 1972 Chapter VIA এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় ৪৩/এ, ইন্দ্রিরা রোড, তেজগাঁও, শের-ই বাংলা নগর, ঢাকা-১২১৫-এ অবস্থিত “বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)” -কে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করিয়াছে। উক্ত দলের জন্য “রকেট” প্রতীক সংরক্ষণ করা হইয়াছে। ০ “বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)” -এর নিবন্ধন নম্বর-০৫৫, তারিখ: ০৯ এপ্রিল ২০২৫।
প্রসঙ্গত,হিন্দুদের অধিকার রক্ষায় পৃথক একটি রাজনৈতিক দল তৈরির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন প্রবীণ সুকৃতি মন্ডল ( Sukriti Mondal) । তিনি বলেন,’আশা প্রকাশ করছি সনাতন ধর্মাবলম্বী সহ সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে এই রাজনৈতিক দলটি সফল হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে সংখ্যালঘুদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে।’।