এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ অক্টোবর : কালীপুজোয় আতসবাজি জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। শুধু কালীপূজোই নয়, পাশাপাশি ছটপুজো, গুরুনানক জয়ন্তি, বড়দিনেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে । শুক্রবার এনিয়ে আদেশ জারি করার সময় আদালতের তরফ থেকে জানানো হয় করোনা পরিস্থিতির কারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এর আগে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশবান্ধব আতসবাজি জ্বালানোর জন্য নোটিশ জারি করেছিল । সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল । রাজ্য সরকার কালীপূজো, দিপাবলী ও ছট পুজোয় দুই ঘণ্টার জন্য আতশবাজি পোড়ানোর অনুমতি দিয়েছে । এছাড়া একই ক্রিসমাস ও নববর্ষের জন্য বাজি পোড়ানোর সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল ৩৫ মিনিট । যদিও পরবর্তী কালে সরকারের এই আদেশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় । পুরোপুরিভাবে আতসবাজি জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আবেদন জানায় মামলাকারীরা । এদিন ওই মামলার রায় ঘোষণা করা হয় । ওই রায়ে সমস্ত রকম আতসবাজির উপর নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট । তবে জ্বালানো যাবে শুধুমাত্র মোমবাতি ও প্রদীপ ।।