এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ জানুয়ারী : আজ বুধবার(০৭ জানুয়ারী) রাজ্য বিজেপির “সাংগঠনিক নিয়োগ” করা হয়েছে ৷ তালিকাতে কথিত “নব্যদের” উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেমন উত্তরবঙ্গের ‘তরুন তুর্কি’ নিশীথ প্রামানিকের উপর আস্থা রেখেছে, তেমনি কলকাতার অভিজ্ঞ বর্ষীয়ান নেতা তাপস রায়কে আনা হয়েছে সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে ।
বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সম্মতি এবং অনুমোদনক্রমে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য দলের সহ সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পদাধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন । সহ সভাপতির পদে এমন কিছু নাম রাখা হয়েছে, যাদের লোকসভা ভোটের পর থেকে বিশেষ প্রকাশ্যে দেখা যেত না৷ এমনই উল্লেখযোগ্য দুই নাম হল : রাজু ব্যানার্জী ও দেবশ্রী চৌধুরী । মোট ১২ জন সহ সভাপতির মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল তাপস রায়, মনোজ টিগ্গা ও নিশীথ প্রামাণিকের উপস্থিতি । এছাড়া রয়েছেন সঞ্জয় সিং,অগ্নিমিত্রা পল,দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়,অমিতাভ রায়,তনুজা চক্রবর্তী এবং প্রবাল রাহা ।
আজ মুরলীধর সেন লেনে দলের রাজ্য কার্যালয় থেকে প্রকাশিত ওই সাংগঠনিক নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণ সম্পাদক ও সম্পাদকের পদেও নব্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে । তাদের মধ্যে উল্লেখযোগ্য দুই নাম হল সৌমিত্র খান ও ডঃ শঙ্কর ঘোষ । সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিত্র খানকে । যেখানে শঙ্কর ঘোষ অন্যতম সচিবের দায়িত্ব পেয়েছেন । বাকিদের মধ্যে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো(সাধারণ সম্পাদক),লকেট চ্যাটার্জি(সাধারণ সম্পাদক),বাপী গোস্বামী(সাধারণ সম্পাদক) এবং শশী অগ্নিহোত্রী(সাধারণ সম্পাদক)৷
সচিব নির্বাচিত হয়েছেন : সচিব ডঃ শংকর ঘোষ, দীপাঞ্জন গুহ, সোনালি মুর্মু, মনোজ পান্ডে,অম্লান ভাদুড়ী,সিন্টু সেনাপতি, সর্ব্বরী মুখার্জি,মোহন শর্মা,বিভা মজুমদার এবং সঞ্জয় বর্মা ৷।

