এইদিন ওয়েবডেস্ক,মান্ডা(কর্ণাটক),০৪ জুন : কর্ণাটকের মান্ডা(Mandya) জেলার শ্রীরঙ্গপাটনার (Srirangapatna) জামিয়া মসজিদকে(Jamia Masjid) কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো গোটা এলাকা । জামিয়া মসজিদে হনুমান চালিসা পাঠ করার জন্য বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) শনিবার “শ্রীরঙ্গপাটনা চলো”-এর ডাক দিয়েছিল । তবে তার আগে শুক্রবার বিকেল ৩টা থেকে রবিবার ১২টা পর্যন্ত শহর জুড়ে ১৪৪ ধারা জারি করে দেয় প্রশাসন । জানা গেছে,পূর্ব ঘোষণা মত হিন্দু সংগঠনের শতাধিক লোকজন এদিন জামিয়া মসজিদের উদ্দেশ্যে রওনা হলে পুলিশ তাদের আটকে দেয় । এরপর তারা বেঙ্গালুরু-মহীশূর মহাসড়ক অবরোধ করে রেখে টিপু সুলতানের বিরুদ্ধে শ্লোগান দেয় ।
হিন্দুত্বপন্থী সংগঠনগুলির দাবি,টিপু সুলতান মন্দির ভেঙে জামিয়া মসজিদ নির্মান করেছিল ৷ তাই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে দিয়ে মসজিদ খননের পাশাপাশি সেখানে পূজার্চনার অনুমতি দেওয়ার দাবি তোলে সংগঠনগুলি । এদিকে হিন্দু সংগঠনের ডাকা “শ্রীরঙ্গপাটনা চলো”-এর আহ্বানের প্রতিবাদে চিককামগালুরে (Chikkamagalur) পথে নামতে দেখা যায় টিপু সুলতানের সমর্থকদের । যদিও বিকেল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে ।
প্রসঙ্গত,টিপু সুলতানের শাসনকালে 1786-87 সালে নির্মিত হয়েছিল জামিয়া মসজিদটি । শ্রীরঙ্গপাটনা দুর্গের ভিতরে অবস্থিত এই মসজিদটি মসজিদ-ই- আলা নামেও পরিচিত । হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, হনুমান মন্দির ভেঙে জামিয়া মসজিদটি তৈরি করেছিলেন টিপু সুলতান । তাই ওই মসজিদের ভিতরে পূজার্চনা করার জন্য ইতিপূর্বে জেলা কর্তৃপক্ষের কাছে অনুমতিও চেয়েছিল হিন্দু সংগঠনগুলি ।।