এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ ডিসেম্বর : প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় অভিযান চালালো স্বাস্থ্য বিভাগ । আজ বুধবার জেলার স্বাস্থ্য বিভাগের তামাক বিরোধী সেলের দুই সদস্য কাটোয়া হাসপাতাল চত্বরে, কাটোয়া বাসস্ট্যান্ড সহ বাজার এলাকায় অভিযান চালায় । প্রকাশ্যে ধুমপান করায় জরিমানা করা হল বেশ কয়েকজনকে । তার মধ্যে কাটোয়া হাসপাতাল চত্বরে রোগীদের আত্মীদের ১৭ জনকে জরিমানা করা হয় । স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের সাথে ছিল কাটোয়া হাসপাতাল ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা । প্রকাশ্যে ধূমপান করলে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন জেলা তামাক বিরোধী সেলের ডিস্ট্রিক কনসালটেন্ট সুপ্রতীপ রায়চৌধুরী ।
তিনি আরও বলেছেন,’এই ধরনের অভিযান জেলাজুড়েই মাঝেমধ্যে চালানো হয়ে থাকে । পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার লাগাতার চালানো হচ্ছে ।’ তবুও মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখে তিনি আক্ষেপ প্রকাশ করেন ।।