এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১৫ মার্চ : কাটোয়া মহকুমা হাসপাতাল চিকিৎসা করাতে গেলে অসুস্থ অন্তঃসত্ত্বা বধুকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল । বর্ধমান নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স দেওয়া হবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ । তাই প্রসুতিকে হাসপাতাল চত্বরের একটি গাছতলায় শুইয়ে রেখে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন পরিবারের লোকজন । কিন্তু দীর্ঘক্ষন অপেক্ষা করার পরেও অ্যাম্বুলেন্স আসেনি । এদিকে গাছতলাতেই সন্তান প্রসব হয়ে যায় কাটোয়ার করজগ্রামের বাসিন্দা সেলিনা বিবি নামে ওই বধুর । গত শনিবারের এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ তুলেছিলের প্রসুতির পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা । এবার এই ঘটনার তদন্তে নামল স্বাস্থ্য দফতর ।
সোমবার পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রনব রায়ের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল কাটোয়া হাসপাতালে এসে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এনিয়ে কথা বলেন । পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথাবার্তা বলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলের সদস্যরা । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রনব রায় বলেন, ‘ কাটোয়া হাসপাতালের পরিকাঠামো যথেষ্ট ভালো। এখান থেকে কোনও প্রসূতিকে বর্ধমানে রেফার করার প্রয়োজন নেই । তবুও কেন রেফার করা হয়েছিল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে । এনিয়ে রোগীর পরিবারের সঙ্গেও কথা বলা হবে ।’
এদিকে তদন্ত কমিটি আসার খবর পেয়ে এদিন হাসপাতালে আসেন বিজেপির কাটোয়া নগর কমিটির সভাপতি অনুপ বোস, সদ্য বিজেপিতে যোগ দেওয়া কাটোয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা রোগীকল্যান সমিতির সদস্য শ্যামল ঠাকুরসহ বিজেপির বেশ কিছু কর্মী ও সমর্থক । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে কাটোয়া হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ক্ষোভপ্রকাশ করেন বিজেপি নেতৃত্ব ।।