এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১১ আগস্ট : পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ডহরপুর তপসিলি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দিনের পর দিন ধরে ছোট ছোট ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । ছাত্রীদের অভিযোগ, তাদের একা দেখা করতে বলতো প্রধান শিক্ষিক । তারপর তাদের কোলে বসিয়ে গাল টিপত, শরীরের বিভিন্ন জায়গায় অশ্লীলভাবে স্পর্শ করত । এমনকি সন্তানসম ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার পর্যন্ত অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিককের বিরুদ্ধে । আজ সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে অবিভাবকরা স্কুলে জড়ো হয়ে গেলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে পুলিশ যায় স্কুলে ।
জানা গেছে,স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণীর ছাত্রীদের রেহাই দিত না প্রধান শিক্ষিক । বেশ কয়েক মাস ধরে প্রধান শিক্ষিককের এই প্রকার নোংরা আচরণের শিকার হচ্ছিল ছাত্রীরা । ভয়ে অনেকে স্কুল আসাই বন্ধ করে দিয়েছিল । কেবল পরীক্ষার সময় স্কুলে আসত তারা । তবে ছেলেদের কখনো একা ডাকত তা । এমনকি ক্লাসের ফার্স্ট বয়কে পর্যন্ত প্রধান শিক্ষিক মারধর করত বলে অভিযোগ । ছাত্রীরা জানায় যে এতদিন তারা ভয়ে মুখ বন্ধ রেখেছিল । কিন্তু অত্যাচারের মাত্রা অতিক্রম করলে তারা বাড়িতে গিয়ে অবিভাবকদের ঘটনার কথা জানায় ।
জানা গেছে,আজ পড়ুয়াদের অবিভাবকরা স্কুলে এসে জড়ো হয় । তারা প্রথমে প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। কিন্তু প্রধান শিক্ষক কোন উত্তর দিতে না পারায় অবিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে । তারা প্রধান শিক্ষিককে টেনে হিচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখে । অভিভাবকরা তাকে দু’চার ঘা চড় থাপ্পড় দেয় । ছাত্রীরা তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় ৷ এভাবে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ । পুলিশ শিক্ষককে উদ্ধার করে গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রীরা সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘন্টা খানেকের অধিক সময় ধরে চলে বিক্ষোভ । শেষ পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যেতে সক্ষম হয় । যদিও অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি অভিযুক্ত প্রধান শিক্ষিক ।।