প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৭ মে : রাজ্য জুড়ে ’কভিড’ সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী ।পূর্ব বর্ধমান জেলাতেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । বৃহস্পতিবার একদিনে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ৯০০ দোরগোড়ায় পৌছে যায়। এই পরিস্থিতে অবিভাবক, শিক্ষক ও পড়ুয়া স্বার্থে চলতি ’মে’ মাসে বিদ্যালয় গুলিতে ’মিড-ডে-মিল’ দেওয়া আপাতত স্থগিত রাখার জন্যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালো ’ওয়েস্টবেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন’। সংগঠনের তরফে শিক্ষা দর্তরেূ একই মর্মে আবেদন জানানো হয়েছে ।এই বিষয়ে রাজ্য প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সে দিকেই এখন তাকিয়ে হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন ।
কোভিড সংক্রমণের প্রথম ঢেউ রাজ্যে আছড়ে পড়ার পর থেকে বিদ্যালয় গুলিতে পঠনপাঠন থমকে থাকলেও টানা এক বছর থমকায় নি মিড-ডে-মিল সরবরাহ।ওয়েস্টবেঙ্গল হেডমাষ্টার এ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদনে জানিয়েছে,দ্বিতীয় কোভিড ঢেউ আছড়ে পড়ার পর থেকে পূর্ব বর্ধমান জেলা সহ গোটা রাজ্যে আক্রান্তের গ্রাফ উর্ধ্বমুখী । শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ মানুষজন, সবাই কোভিড আক্রান্ত হচ্ছেন। এই অবস্থার কথা বিবেচনা করে চলতি ’মে’ মাসের ’মিড-ডে-মিল ডিস্ট্রিবিউশনের’ কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশিকা জারি করুক শিক্ষা দপ্তর।এমনটাই উল্লেখ করে মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরে আবেদন জানানো হয়েছে বলে ওয়েস্টবেঙ্গল হেডমাস্টার্স এ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা সভাপতি তথা বর্ধমান টাউনস্কুলের প্রধান শিক্ষক ডঃ তুষার কান্তি মুখোপাধ্যায় এদিন জানিয়েছেন।
সংগঠনের সদস্যরা মনে করছেন রাজ্যে কোভিড আক্রান্তর সংখ্যর উর্ধ্বমুখী পরিস্থিতিতেও বিভিন্ন স্কুলে মিড-ডে-মিল নেওয়ার জন্যে অভিভাবকদের জমায়েত শ্রেয় হতে পারে না । রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা ও শহর বর্ধমানেও কোভিডের গ্রাফ উদ্ধমুখী হয়ে রয়েছে । আক্রান্তের সংখ্যা প্রতিদিন যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও । তাই শিক্ষক , অবিভাবক ও পড়ুয়া স্বার্থে চলতি ‘মে’ মাসে বিদ্যালয়ে ’মিড-ডে- মিল’ দেওয়া আপাতত স্থগিত রাখাই শ্রেয় হবে বলে মনে করছেন সংগঠনের সদস্য শিক্ষকরা ।
ওয়েস্টবেঙ্গল হেডমাস্টার এ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা সভাপতি ডঃ তুষারকান্তি মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন ’আগামী ১৫ দিন’ কোভিড সংক্রমণের হার বাড়তে পারে।একই সঙ্গে তিনি জানান, অনেক শিক্ষক ও শিক্ষাকর্মী ইতিমধ্যেই ভোটের ডিউটি করেছেন।তাঁদেরও অনেকে কোভিড আক্রান্ত। এছাড়াও ট্রেন বন্ধ থাকায় অভিভাবক, শিক্ষক অনেকেই স্কুলে আসতে পারবেন না।তাছাড়া সংক্রমণের সম্ভাবনা তো থাকছেই। তাঁই তাঁরা চাইছেন চলতি ’মে’ মাসে মিড-ডে-মিল দেওয়া মুলতুবি থাক। পরিস্থিতি স্বাভাবিক হলে তার পরেই শুরু করা হোক মিড-ডে-মিল প্রদান কর্মসূচী ।।