এইদিন ওয়েবডেস্ক,নুহ(হরিয়ানা),০১ আগস্ট : হরিয়ানার নুহ(Nuh) জেলার মেওয়াতকে মহাদেবের জলাভিষেকের শোভাযাত্রার উপর মুসলিম সম্প্রদায়ের হামলায় দুজন হোম গার্ডসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন । বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে। শূন্যে গুলিও ছোড়া হয়েছে ।উত্তেজনায় লাগাম টানতে ব্যাপক পুলিশি টহলদারির পাশাপাশি বুধবার পর্যন্ত নুহতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । জারি করা হয়েছে ১৪৪ ধারা । এদিকে হিংসা ছড়ানোর মুহুর্তের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ওই সমস্ত ভিডিওতে দেখা গেছে মহাদেবের জলাভিষেকের শোভাযাত্রার উপর আশপাশের বাড়ির ছাদ থেকে ইঁটপাটকেল ছুড়ে কিভাবে দাঙ্গা লাগানো হয়েছিল । এদিকে হ্যাশট্যাগ “মিনি পাকিস্তান” ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়ায় ।
করুনা ত্যাগী নামে এক টুইটার ইউজার্স শোভাযাত্রার উপর পাথরবাজির ভিডিও শেয়ার করে লিখেছেন,’মেওয়াতে তারা সাধারণ মানুষকে আক্রমণ করছে, তারা পাবলিক প্রোপার্টি জ্বালিয়ে দিচ্ছে,কিন্তু হরিয়ানা সরকার বুঝতে অক্ষম,হরিয়ানা সরকার দোষের খেলা খেলতে বা টুইট টুইট করতে ব্যস্ত,দয়া করে যোগীজিকে ডাকুন । মিনি পাকিস্তান।’
বিজেপি নেতা কপিল মিশ্র লিখেছেন,’নিরীহ হিন্দু মহিলা, শিশু, নিরস্ত্র ভক্তরা আজ নূহ মেওয়াতে জিহাদিদের দ্বারা পরিবেষ্টিত, একটি পরিকল্পিত হামলা । সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের হত্যার চেষ্টা । মেওয়াতে এই হামলার হামলাকারীরা সেই একই লোক যারা মেওয়াতকে মিনি পাকিস্তান বানানোর কাজে নিয়োজিত।’
ডঃ ঋষি লিখেছেন,’মিনি পাকিস্তান মেওয়াত । হিন্দুদের উপর ব্যাপক পাথর ছুড়ে মারা হয়, তাদের গাড়ি পোড়ানো হয়….. মারধর করা হয় ।’
রাজপাল সিং লিখেছেন,’আমরা ২৫ কোটি, আপনারা ১০০ কোটি, ১৫ মিনিটের জন্য পুলিশ প্রত্যাহার করুন – ওয়াইসি । একই চিন্তার পুনরাবৃত্তি হরিয়ানার মিনি পাকিস্তানে, বহু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, নারী ও শিশুদের পনবন্দি করা হয়। ছবিগুলি দেখুন এবং অনুমান করুন এটি কাশ্মীর বা আফগানিস্তানের নয়, আমাদের ভারতের।’
বাবা ববন্ডর নাথ লিখেছেন,’মুষ্টিমেয় কিছু লোক মেওয়াতকে মিনি পাকিস্তান বানানোর কাজে নিয়োজিত। আর লোকে বলে সে আমাদের ভাই… আরব ঘণ্টা ভাই, এরা সব কসাই এবং দেশের জন্য বিপজ্জনক।’
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর টুইট করেছেন,’আজকের ঘটনাটি দুর্ভাগ্যজনক, আমি রাজ্যে শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করছি।দোষীদের কোনো মূল্যে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে হিন্দু শ্রদ্ধালুরা সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন,বিগত ৬ মাস ধরে হিন্দুদের উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল । সোমবার জলাভিষের শোভাযাত্রায় হামলার সময় ১৪ বছরের কম বয়সী ছেলেরাও বন্দুক চালাচ্ছিল । পাহাড় থেকে ছোড়া গুলি কারও পেট, কারও উরু, কারও কপালে লেগেছে বলে অভিযোগ তাঁদের । এমনকি পুলিশকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে ।।