দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ নভেম্বর : এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । বছর আঠাশের ওই বধুর নাম রিয়া পান্ডে(মণ্ডল) । তাঁর স্বামী রামপ্রবেশ পান্ডে ভাতারের নর্জায় একটি কাগজকলে কাজ করেন । স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে ভাতার বাজারে সারদাপল্লি এলাকার একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন ৷ রবিবার সকালে ওই বাড়ির একটি ঘর থেকে পুলিশ বধুর ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে । পরে ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
জানা গিয়েছে,রিয়াদেবীর বাপের বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়া এলাকায় । রামপ্রবেশবাবুর বাড়ি বিহারের দারভাঙ্গা জেলায় । রামপ্রবেশবাবু জানিয়েছেন,শনিবার রাতে খাওয়া দাওয়ার পর যথারীতি তাঁরা একসাথে একটি ঘরে শুয়ে পড়েন । এদিন ভোরের দিকে তাঁর ঘুম ভেঙে গেলে দেখেন তাঁর স্ত্রী নেই । তখন তিনি বাইরে আসতেই পাশের ঘরে তাঁর স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । তাঁর দাবি,সাংসারিক বিষয় নিয়ে শনিবার রাতে স্ত্রীর সঙ্গে তাঁর অল্পবিস্তর অশান্তি হয়েছিল । তার জেরেই তাঁর স্ত্রী আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছেন রামপ্রবেশবাবু । ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।।