এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৪ এপ্রিল : অফিসের ভিতরেই সমবায় সমিতির ম্যানেজারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত ঝিলু গ্রামে । ওই গ্রামেই রয়েছে মঙ্গলকোটের সমবায় সমিতির অফিসটি । প্রতিদিনের মত আজ বুধবার সকালেও সমবায় অফিস খুলতে যান ম্যানেজার ঝিলু গ্রামের বাসিন্দা ৬৬ বছর বয়স্ক মাথুর পাল । কিছু পরে গ্রাহকরা সমবায় অফিসে এলে তাকে সমবায় অফিসের একটা ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । মৃতের পরিবারের সন্দেহ যে মথুরাবাবুকে কেউ বা কারা মেরে ঝুলিয়ে দিয়েছে । যদিও এনিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।
ঝিলু-১ পঞ্চায়েত প্রধান হায়দর সাফি ওরফে স্বাধীন জানিয়েছেন,ঝিলু গ্রামের ওই সমবায় সমিতির অডিটে প্রায় ১৫ লক্ষ টাকা আর্থিক তছরুপ ধরা পড়েছিল । ওই ঘটনায় ম্যানেজারের পাশাপাশি আরও অনেকে জড়িত বলে মনে করা হচ্ছে । টাকা ফেরত দেওয়ার জন্য ম্যানেজারের উপর চাপ দিচ্ছিলেন গ্রাহকরা । লক্ষ টাকা মেটানোর কথা ছিল বলে শুনেছি । কিন্তু সমবায় অফিসের মধ্যেই ম্যানেজার রহস্যজনকভাবে মারা গেলেন ।’
জানা গেছে,মৃত মাথুর পালের বাড়িতে রয়েছেন স্ত্রী, এক ছেলে, পুত্রবধূ। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে । ছেলে বানেশ্বর পাল গ্রামে গ্রামে ঘুরে ঘুরে শাঁখা পলা বিক্রির ব্যবসা করেন । বানেশ্বর বলেন,’আজ সকালে বাবা যথারীতি সমবায় অফিস চলে গিয়েছিল । আমিও নিজের কাজে চলে । বেশ কিছুক্ষণ পরে আমাকে ফোন করা বলা হয় যে অফিসের ভিতরেই বাবার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা গেছে । সঙ্গে সঙ্গে আমি সেখানে ছুটে যাই । গিয়ে দেখি পুলিশ রয়েছে এবং বাবার দেহ শোয়ানো রয়েছে । আমার সন্দেহ বাবাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ।’পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল । রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । পাশাপাশি ওই বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর পিছনে আর্থিক তছরুপের ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।