এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১০ জুন : পূর্ব বর্ধমান জেলার ভাতারে জল কারখানার এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিব্যেন্দু সাঁতরা (২৪) । তাঁর বাড়ি শক্তিগড় থানার করাতপুর গ্রামে । বৃহস্পতিবার সকালে কারখানার আবাসনের বাথরুম থেকে ওই যুবকের ঝুলন্ত দেহটি উদ্ধার হয় । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেম ঘটিত কারনেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন ।দেহটি ময়নাতদন্তের জন্য এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।
ভাতার বাজারের কদমতলায় রয়েছে ওই জল কারখানাটি । কারখানার ম্যানেজার দীনবন্ধু চৌধুরী জানিয়েছেন,দিব্যেন্দু সাঁতরা নামে ওই যুবক বছর দেড়েক ধরে তাঁদের জল কারখানায় কাজ করছিলেন । উনি জলের বোতল তৈরি করতেন । কারখানার পাশে কর্মীদের জন্য আবাসন রয়েছে । সেখানে আরও দুই কর্মীর সঙ্গে থাকতেন দিব্যেন্দু । খুব ভালো ছেলে । আমাদের অনুমান প্রেম ঘটিত কারনেই ছেলেটি এই ঘটনা ঘটিয়েছে ।
কারখানা সুত্রে খবর, বুধবার রাতে খাওয়া দাওয়ার পর যথারীতি নিজের ঘরে শুতে চলে যান দিব্যেন্দু । এদিন সকালে সহকর্মীরা বাথরুমে গেলে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় । বিষয়টি সঙ্গে সঙ্গে তাঁরা কারখানা কর্তৃপক্ষকে জানান । এরপর কারখানার ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানার পুলিশ । এদিকে খবর পেয়ে সকালেই ভাতার থানায় চলে আসেন মৃত যুবকের পরিবারের লোকজন । আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও গ্রামবাসীরা ।।