এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ নভেম্বর : এক প্রাথমিক স্কুল শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,নিহতের নাম শ্যামলকান্তি ঘোষ(৫৬) । তাঁর বাড়ি ভাতার থানার সাহেবগঞ্জ এলাকায় । সোমবার সন্ধ্যায় বাড়ির দু’তলার একটি ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ।প্রাথমিকভাবে অনুমান ওই ব্যক্তি মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ এলাকা ।
স্থানীয় ও পরিবার পরিবার সুত্রে জানা গেছে, সাহেবগঞ্জের বাসিন্দা শ্যামলকান্তি ঘোষ ভাতারের সেঁড়ুয়া গ্রামের প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন । বাড়িতে রয়েছেন স্ত্রী সুপ্রিয়াদেবী,এক ছেলে রোহিত ও এক মেয়ে পূজা । রোহিত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কলকাতার একটি কোচিং সেন্টারে পড়াশোনা করেন । সেখানেই থাকেন তিনি । পূজা নবম শ্রেণীর ছাত্রী । গুসকরা শহরেও একটি বাড়ি রয়েছে শ্যামলকান্তিবাবুর । পরিবারের সঙ্গে তিনি সেখানেই থাকতেন ।
জানা গেছে,প্রতিদিন সকালে বাড়ি থেকে বেড়িয়ে স্কুলে আসতেন শ্যামলকান্তি ঘোষ । সঙ্গে করে দুপুরের খাবার আনতেন । দুপুরে স্কুল থেকে ফিরে সাহেবগঞ্জের বাড়িতে এসে সেই খাবার খাওয়ার পর ফের বাড়ি ফিরে যেতেন । সোমবারেও যথারীতি সকাল প্রায় ৯ টা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি । স্কুলের পর তিনি দুপুরের খাবার খেতে সাহেবগঞ্জের বাড়িতে এসেছিলেন । কিন্তু দুপুর প্রায় ১ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা বাড়ির দু’তলার একটি ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে আনে পুলিশ ।
মৃতের ছেলে রোহিত ঘোষ জানিয়েছেন,তাঁর বাবা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন । এজন্য চিকিৎসাও চলছিল তাঁর বাবার । অবসাদ থেকেই তাঁর বাবা আত্মঘাতী হয়েছেন বলে তিনি জানান । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।।