এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০১ অক্টোবর : চারদিকে যখন মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার প্রস্তুতি চলছে তখন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের নিমতলা বাজারের ঘোষপাড়া এলাকার মণ্ডল বাড়িতে উঠল কান্নার রোল । বাড়ির একটা ঘর থেকে উদ্ধার হল প্রাক্তন সেনাকর্মী হরিনারায়ণ মণ্ডলের ঝুলন্ত দেহ । খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ পরে দেহট ময়নাতদন্তের কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান হতাশায় আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি৷ মহানবমীর মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবারের লোকজন ও গ্রামবাসীরা৷
জানা গেছে,পূর্বস্থলী-১ ব্লকের নিমতলা বাজারের ঘোষপাড়া এলাকার বাসিন্দা হরিনারায়ণ মণ্ডল সিআরপিএফ জওয়ান হিসাবে কর্মরত ছিলেন । বেশ কয়েকবছর আগে তিনি অবসরগ্রহন করেন । বাড়িতে রয়েছেন স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে । ছেলেমেয়ে দু’জনেরই বিয়ে হয়ে গেছে ৷ ছেলে দিলীপ মণ্ডল জানান,তার বাবার পিঠে একটা ফোঁড়ার মত হয়েছিল । এনিয়ে তিনি খুব দুঃশ্চিন্তায় ছিলেন । প্রথমে তাকে কালনা হাসপাতালে চিকিৎসা করানো হয় । সেখানকার হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রপচারের পরামর্শ দিলে তিনি তার বাবাকে কলকাতায় নিয়ে যান । কলকাতায় অস্ত্রপচার করিয়ে মহাসপ্তমীর দিন বাড়িতে নিয়ে আসেন বাবাকে । তিনি বলেন,’গতকাল রাতেই বাবাকে আমি জিজ্ঞাসা করলে তিনি জানান যে ভালো বোধ করছেন । কিন্তু বাবার যে মনে মনে এই ছিল তা আমি কল্পনাও করতে পারিনি৷’
পরিবার সূত্রে খবর,মঙ্গলবার রাতে সবার সঙ্গে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে ঘুমতে চলে যান হরিনারায়ণবাবু৷ আজ সকালে একটি ঘরে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায় । পরে খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ।।