এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ জুন : দিন ছয়েক আগে নিখোঁজ হয়ে যাওয়া এক কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার হল পাশের ব্লকের একটি বাঁশ বাগান থেকে । পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার নিরোল গ্রামের বাসিন্দা সুকুমার ঘোষ(৫৪) নামে ওই ব্যক্তিকে আজ বুধবার কাটোয়ার ফুলবাগান এলাকার একটা বাঁশ বাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ । মৃতের পরিবারের দাবি,জমি নিয়ে প্রতিবেশী পরিবারের সাথে বিবাদ চলছিল । তার জেরে মনমরা হয়ে পড়েছিলেন সুকুমার । এরপর দিন ছয়েক আগে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান । যদিও এনিয়ে এখনও পর্যন্ত এফআইআর দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,কেতুগ্রামের নিরোল গ্রামের ঘোষপাড়ায় বাড়ি সুকুমার ঘোষের ৷ স্ত্রী,এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ৷ মেয়ের বিয়ে হয়ে গেছে । মৃতের ছেলে সৌরভ ঘোষ বলেন,’একটা জমি নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে আমাদের ঝামেলা কয়েক দিন ধরে । এনিয়ে বাবা খুব উদ্বিগ্ন ছিলেন এবং মনমরা হয়ে পড়েছিলেন ৷ গত ১২ জুন সকাল ন’টা নাগাদ লুঙ্গি এবং জামা পরে তিনি বাড়ি থেকে বের হন । তারপর আর তিনি বাড়ি ফেরেননি । অনেক খোঁজাখুঁজি করেও বাবার কোনো সন্ধান না পেয়ে ১৩ জুন কেতুগ্রাম থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলাম ।’
জানা যায়, আজ সকালে কাটোয়ার ফুলবাগান এলাকায় বাঁশ বাগানের একটি বাঁশের সঙ্গে লুঙ্গি এবং জামা পরা এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । তারা কাটোয়া থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়৷ পরে পুলিশ জানতে পারে যে মৃত ব্যক্তি কেতুগ্রাম থানার নিরোল গ্রামের বাসিন্দা সুকুমার ঘোষ৷ পরে দেহটি ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।

