এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ জানুয়ারী : কলকাতার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া স্টেশন সংলগ্ন একটি আবাসন থেকে বাবা-মা- ছেলের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ । আজ বুধবার সকালে ওই আবাসন থেকে প্রবল দুর্গন্ধ পেয়ে নরেন্দ্রপুর থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা । এরপর পুলিশবাহিনী গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকলে স্বপন মৈত্র (৭৫), অপর্ণা মৈত্র (৬৯) এবং তাঁদের ছেলে সুমন রাজ মৈত্রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে গোটা পরিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়ে । কিন্তু আত্মহত্যার কারন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে । পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে গড়িয়া স্টেশন সংলগ্ন ওই আবাসনে থাকতেন স্বপন মৈত্র । কয়েক বছর আগে তার বাইপাস সার্জারি হয়েছিল । স্বপনবাবুর স্ত্রী অপর্ণাদেবীও শারিরীক ভাবে অসুস্থ ছিলেন । গত শনিবার থেকে স্বপনবাবুর পরিবারের কাউকেই বাড়ির বাইরে বের হতে দেখা যায়নি । এদিন তাদের ফ্লাট থেকে বিকট দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা স্বপনবাবুর ফ্লাটে এলে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পায় । তারা দীর্ঘক্ষণ ধরে বেল বাজান । কিন্তু ভিতর থেকে কারোর সাড়াশব্দ পাওয়া যায়নি । এরপর পুলিশকে খবর দেওয়া হয় ৷ শেষে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই বাবা-মা- ছেলের ঝুলন্ত পচাগলা দেহ দেখতে পায় ।
স্থানীয় বাসিন্দাদের অনুমান,কয়েক দিন আগেই আত্মঘাতী হয়েছে ওই পরিবারটি । বৃদ্ধ দম্পতির অসুস্থতার কারনেই তারা আত্মঘাতী হয়েছে বলে অনুমান তাদের । পুলিশ জানিয়েছে,হতাশা নাকি এর পিছনে অন্য কোনো কারন আছে তা খতিয়ে দেখা হচ্ছে ।।