এইদিন ওয়েবডেস্ক,চিলি,১৯ মার্চ : গাছেদের প্রপিতামহের সন্ধান পাওয়া গেল চিলির অ্যালারস কোস্টেরো ন্যাশনাল পার্কে । গাছটির আনুমানিক বয়স প্রায় ৫০০০ বছর । পরিবেশ বিজ্ঞানী জোনাথন বারিচিভিচ (Jonathan Barichivich) বলেছেন, কোস্টেরো ন্যাশনাল পার্কে এমন একটি অ্যালারস মিলেনারিও (Alerce Milenario) গাছ রয়েছে যেটি বিশ্বের প্রাচীনতম গাছ । সম্ভবত আমরা ব্রোঞ্জ যুগে জন্ম গাছটির ৷ কমপক্ষে ৫,০০০ বছর হবে । এর আগে যে ক্যালিফোর্নিয়ান ব্রিস্টেলকোন পাইন (Californian bristlecone pine) গাছের সন্ধান পাওয়া গিয়েছিল সেটিকেই এযাবৎ সবচেয়ে প্রাচীন গাছ বলে মনে করা হত ৷ গাছটির বয়স প্রায় ৪,৮৫৩ বছর বলে মনে করা হয় । তার থেকেও চিলির অ্যালারস কোস্টেরো ন্যাশনাল পার্কের গাছটি প্রাচীন ।
প্রসঙ্গত,অ্যালারস(Alerce) গাছের বৃদ্ধি খুবই মন্থর গতিতে হয় । এই ধরনের গাছ অত্যন্ত ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং দীর্ঘ সময় বাঁচে । চিলির অ্যালারস কোস্টেরো ন্যাশনাল পার্কের সামনে আদিবাসীদের জমিতে বেড়ে উঠেছে ওই অ্যালারস গাছটি । অ্যালারস গাছ নিয়ে গবেষণা করা বারিচিভিচ বলেন, অ্যালারস মিলেনারিও রেইনফরেস্টের বৃহত্তম গাছ । যেহেতু অ্যালারস গাছগুলি খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাই অনুমান করা হচ্ছে যে গাছটি অত্যন্ত পুরানো কারণ এটির গোঁড়ার বেড় ১৩ ফুটের বেশি । মূলত এই গাছটির টানেই পার্কে আসেন পর্যটকরা । বছরে প্রায় ১০ হাজারের বেশি পর্যটক ওই গাছটির টানে চিলির অ্যালারস কোস্টেরো ন্যাশনাল পার্কে আসে ।
তবে পর্যটকদের ভিড়ের কারনে গাছটির ক্ষতির আশঙ্কা করেছেন জোনাথন বারিচিভিচ । তিনি বলেন,’গাছের শিকড়ের চারপাশে একটি প্ল্যাটফর্ম আছে, কিন্তু এটি ভালভাবে সুরক্ষিত নয় । কারন পর্যটকরা প্রায়শই প্ল্যাটফর্ম থেকে উঠে গাছের শিকড়ের উপর দিয়ে হেঁটে যায় । এই কারনে গাছটি খুবই ঝুঁকির মধ্যে আছে ।’ পাশাপাশি তিনি বলেছেন,গাছের মাত্র ২৮ শতাংশই জীবিত আছে, যার বেশিরভাব রয়েছে শিকড়ে । কিন্তু পর্যটকরা যদি এভাবে গাছটির শিকড়ের উপর দিয়ে হাঁটাহাটি করতে থাকে তাহলে শিকড়ের জীবিত অংশগুলি ক্ষতিগ্রস্ত হবে । এই প্রবণতা বন্ধ করা দরকার ।’।
তবে তাঁর মতে চিলির অ্যালারস কোস্টেরো ন্যাশনাল পার্কের ওই অ্যালারস মিলেনারিও গাছের থেকেও একটি গাছ আছে । যেটি হল প্যাটাগোপিয়াপ সাইপ্রেস । এটি বিশ্বের প্রাচীনতম গাছ হতে পারে । অনুমান করা হয় গাছটির বয়স প্রায় ৫,৪৮৪ বছর । তিনি গাছটিকে গ্রেট গ্রান্ডফাদার বলে অবিহিত করেছেন ।।