এইদিন ওয়েবডেস্ক, কলকাতা,০৬ ডিসেম্বর ঃ বি আর আম্বেদকারের মৃত্যু বার্ষিকীতে এসে ফের রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর । তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি,রাজিনৈতিক হিংসা,রাজনৈতিক প্রতিশোধ,রাজনৈতিক হত্যা এসব প্রজাতান্ত্রিক ব্যাবস্থাকে কলঙ্কিত করে । রাজ্যে ক্রমাগত রাজনৈতিক হিংসা বাড়ছে । রাজ্যপাল হিসাবে আমি অনেকবার এনিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষন করেছি। গত ৫ সেপ্টেম্বর রাজ্যের ডিজিপিকে বলেছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রনে বাইরে চলে যাচ্ছে । দুলাইনের জবাব এল- শান্তি বজায় আছে । তারপরেই মনীষ শুক্লা খুন হলেন। আমরা এই প্রকার রাজনৈতিক সংস্কার চাই না।’
এরপর তিনি বলেন, ‘এই সব হচ্ছে কারন সরকারী কর্মচারী রাজনৈতিক কর্মীর মত কাজ করছেন । আমার লাগাতার প্রয়াসের ফলে কিছু মানুষ বুঝতে পেরেছেন। তাতে আমি খুশি। পুলিশের নিচুতলার আধিকারিকরা অসহায় অবস্থার মধ্যে কাজ করছেন। ওনাদের অবস্থা ঠিক হবে বলে আমার আশা। কিন্তু এখনও কিছু লোক আছে যাদের উপর এর প্রভাপ পড়েনি ।’ এদিন কার্যত এই ভাষাতেই রাজ্য সরকার ও রাজ্যের আমলাদের তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকর ।।
রাজ্যপাল জগদীপ ধনকরের বক্তব্য শুনুন :