এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,১২ অক্টোবর : উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোশারফ হোসেনকে “হিন্দুর ভগবান আর মুসলমানদের আল্লাহ” বলে অবিহিত করলেন তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সাহা ৷ চৈতালি ঘোষ সাহা হলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের মহিলা মোর্চার জেলা সভাপতি । গতকাল করনদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করনদিঘী হাইস্কুলে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দলীয় বিধায়ককে কার্যত দুই সম্প্রদায়ের বিধাতার মর্যাদা দিয়ে বসলেন তিনি । যদিও বিজেপি মনে করছে যে এটা তৃণমূল কংগ্রেসের “তোষণের চূড়ান্ত রূপ” ।
চৈতালি ঘোষ সাহার বক্তব্যের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । অবশ্য সম্পূর্ণ ভিডিওটি নিজের ফেসবুক পেজেও শেয়ার করেছেন তিনি । যেখানে তৃণমূল নেত্রীকে বলছে শোনা যায়, “মোশারফদা কে আমরা হৃদয়ে রাখবো । মোশারফদা কে আমাদের কাছে রাখবো । কারন মোশারফদা হলেন হিন্দুর ভগবান,মুসলমানদের আল্লাহ৷ যাকে মানুষ রূপে আমাদের কাছে ভগবান-আল্লাহ পাঠিয়েছে, তার রূপ হল আমাদের মোশারফদা । অবশ্যই ২৬ সালে মোশারফদা জিতবে । ভয়ঙ্কর খেলা হবে ।”
এদিকে তার এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপির যুবনেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি । তিনি ভিডিও ক্লিপটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন,”হিন্দুর ভগবান মোশারফ হোসেন !” “মুসলমানদের আল্লাহ মোশারফ হোসেন!” বক্তা: চৈতালি ঘোষ সাহা, তৃণমূল মহিলা জেলা সভাপতি, উত্তর দিনাজপুর । এটাই তৃণমূলের নতুন রাজনীতি — তোষণের চূড়ান্ত রূপ। ভগবানের সাথে তুলনা করে এবার এক মুসলমান নেতাকে বানানো হলো “হিন্দুদের ভগবান” এবং “মুসলমানদের আল্লাহ” একসাথে! ২০২৬ সালের নির্বাচনে “ভয়ংকর খেলা হবে” বলেও হুমকি দিয়েছেন তিনি। এই রাজ্যে যদি তৃণমূল থাকে, তাহলে ভবিষ্যতে নিজের ধর্ম পালন করাও কঠিন হয়ে যাবে। ধর্ম নিয়ে খেলতে দিও না কাউকে —বাংলার হিন্দু-মুসলমান একসাথে বলুক — Enough is Enough ! পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ একসাথে বলুক, খেলা মেলা ভাতা অনেক হয়েছে, চাই উন্নত পরিকাঠামো এবং আসল উন্নয়ন।’
অবশ্য চৈতালি ঘোষ সাহা বিজেপি “অসুর” এবং মমতা ব্যানার্জিকে দেবী দুর্গার আখ্যা দিয়েছেন । সেই সাথে তিনি জানান যে ২০২৬ সালের বিধানসভার ভোটে মমতা ব্যানার্জিকে দেবী দুর্গার ভূমিকায় অবতীর্ণ হয়ে বিজেপি অসুরকে বধ করে ফের মুখ্যমন্ত্রী হবেন ।।

