পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০৮ জানুয়ারী : বেশ কিছুদিন আগে মারা গেছে ভাই । ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাদ্ধ করা হলেও পারিবারিক অভাবের কারনে গয়ায় গিয়ে পিন্ডদান করা সম্ভব হয়নি । সেই কারনেই নাকি ভাইয়ের ভুত চেপেছে দাদার ঘাড়ে । এমনই দাবি করে এক বছর ত্রিশের এক যুবকের হাত-পা বেঁধে তাকে আগুনের ছ্যাঁকা দিলেন এক মহিলা ওঝা । এমনই মধ্যযুগীয় বর্বরতার স্বাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার কালনা-২ ব্লকের বৈদ্যপুর পঞ্চায়েতের তালা গ্রামবাসী ।
আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেল মাটির চালার কালী মন্দিরের সামনে শরীরে ধুলো মাখা ফুলপ্যান্ট পরা যুবকের দু’পা বেঁধে রাখা হয়েছে একটা গামছা দিয়ে । পিছমোড়া করে বাঁধা হয়েছে তার দুই হাত । তার উপর এক মহিলা ও অন্য দুই যুবক মিলে তাকে দু’দিক থেকে ধরে আছে । কাপড় দিয়ে মন্দিরের সামনে ঘিরে রেখে চলছে মহিলা ওঝার কেরামতি । ওঝা বলছেন, ‘তোর নাম বল৷’ যুবক বলেন,’পা’টা খুলে দাও ।’ ওঝা বলেন, ‘পা’টা খুলব ক্যানে ? আগে নাম বল ।’ ওঝাকে তার বাম হাতে একটি জ্বলন্ত কাগজ ধরে থাকতে দেখা যায় ৷ তার ডান হাত দিয়ে একটি ছোট পাত্র থেকে দাহ্য কোনো গুঁড়ো পদার্থ তুলে যুবকের পায়ের দিকে ছুড়ে জ্বলন্ত কাগজ দিয়ে আগুন ধরিয়ে দেয় । যুবক লাফাতে লাফাতে আর্ত চিৎকার করেন । ওঝা তাকে জিজ্ঞেস করেন, ‘কে তুই ?’ যুবক উত্তর দেয়, ‘রাকেশ ৷’ ওঝা বলেন,’রাকেশ ? তাহলে ওমনি করতেছিস কিসের জন্য ?’ যুবক বলেন,’কোথায় কি করলাম আমি ?’
এরপর ওঝা মুহুর্মুহু দাহ্য গুঁড়ো ছিটিয়ে তার পায়ে আগুন ধরিয়ে দেয়৷ যুবক আগুনের উত্তাপে “অ্যা অ্যা” চিৎকার করতে করতে লাফাতে থাকেন । সেই সময় তাকে ধরে থাকা অন্য যুবকরা হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ, ভুত নাচছে এবার৷’ ইতিমধ্যে কথিত ভুতে ধরা যুবক উলটে পড়ে গেলে তার মুখে ওই দাহ্য গুঁড়ো বস্তু ছিটিয়ে আগুন ধরিয়ে দেন ওঝা । এদিকে এত অত্যাচার সহ্য করতে না পেরে অর্ধচেতন হয়ে পড়েন কথিত ভুতে ধরা যুবক । তখন ওঝা একটা প্লাস্টিকের বোতল থেকে জল নিয়ে তার মুখে ছিটিয়ে যুবকের সম্বিৎ ফেরান । বেশ কিছুক্ষণ ধরে চুড়ান্ত এই নাটকীয় দৃশ্য ঘটে মিডিয়ার ক্যামেরার সামনেই । তবে শত জিজ্ঞাসা করাতেও ওঝা বা কথিত ভুতে ধরা যুবক ও তার পরিবারের নাম ও পরিচয় কেউ ফাঁস করেনি । শুধু যুবকের মা জানান যে তার ছোট ছেলে মারা গেছে । তার পিন্ডদান হয়নি । তাই ছোট ছেলের ভুত তার বড় ছেলের ঘাড়ে চেপেছে এবং দ্রুত পিন্ডদান দেওয়ার জন্য চাপ দিচ্ছে । তিনি আরও দাবি করেছেন,’ছোটো ছেলের আত্মা এসে প্রায়ই আমার বড় ছেলের সাথে কথা বলে ।’
বিষয়টি নিয়ে তপশিলি জাতি অধ্যুষিত ওই গ্রামের পাড়ার কেউই মুখ খুলতে রাজি হননি । এদিকে ঘটনাকে কেন্দ্র করে কানাঘুষো হতেই হতে গা-ঢাকা দিয়েছেন ওঝা।এই প্রসঙ্গে কালনা বিজ্ঞান মঞ্চের সহকারী সভাপতি তাপস কুমার কার্ফা সাংবাদিকদের বলেন,’আপনাদের কাছে ভিডিওতে যেটা দেখলাম তা অত্যন্ত মারাত্মক । কোনো ভাবেই এটি মেনে নেওয়া যায় না । প্রশাসনকে এখনই ব্যবস্থা নিতে হবে। ওরা কুসংস্কারের নেশা করেছে। প্রশাসন আগে পদক্ষেপ নিক । পরে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা ওখানে গিয়ে সচেতনতামূলক প্রচার করে আসব ।’।

